03-08-2024, 02:15 PM
(This post was last modified: 08-12-2024, 11:53 PM by fantasy.world. Edited 23 times in total. Edited 23 times in total.)
আবিরের বয়স তখন ১৩। আকাশ থেকে বৃষ্টির মতো আগুনের গোলা পরছে। উল্কাপিণ্ড, যার মধ্যে রয়েছে এক অদ্ভুত মিনারেল বিজ্ঞানীরা যার নাম দিয়েছে "মিথ্যারিয়াম"। কারণ এর সংস্পর্শে আসা যেকোনো জিবন্ত প্রাণী হোক মানুষ অথবা জংলি জানোয়ার, উদ্ভিদ অথবা ভাইরাস যাইহোক তা দ্রুত পরিবর্তন হতে থাকে। মুহুর্তে এই পরিবর্তন হলেও এর প্রভাব অভাবনীয়।
যারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে তাদের বলা হয় "মিউটেন্ট"। অসাধারণ শরীর ক্ষমতা জেনেটিক সিমবদ্ধতাকে ছাপিয়ে গেছে গেছে বহু গুণে। স্বাভাবিকের চেয়ে তারা হয়ে ওঠে কয়েক গুন বেশি শক্তিশালী। তবে এমন মানুষের সংখ্যা খুবই কম। অনুমান করা হয় একহাজারে মাএ একজন মিউটেশনের প্রক্রিয়ায় সফল হতে পারে।
তার মানে বাকি ৯৯৯ জনের জন্য অপেক্ষা করছে মৃত্যু, ভয়াবহ মৃত্যু। অতিরিক্ত হাওয়া ভরলে বেলুনের যা অবস্থা হয় তেমনি কেউ ফেটে যায় আবার কেউ মোমের মতো গলে যায়। তবে এদের মাঝখানে অল্প কিছু মানুষ আছে যাদের মৃত্যু হয়না, তারা হয়ে ওঠে চেতনা বিহীন দানবে। যার উদ্দেশ্য শুধুমাত্র শক্তির শোষণ করা।
উল্কা বৃষ্টির ১১ বছর পর আবিরের বয়স এখন ২৪। মানুষ না চেয়েও খুব দ্রুত এই নতুন পৃথিবীর বাস্তবতায় খাপ খাইয়ে নিয়েছে। যেখানে শক্তি সবসময় সঠিক। মানুষ তার শক্তির অপব্যবহার করবে না তা আশা করাটা বোকামি। অল্প সময়ে বদলে গেছে সমাজের বহু প্রতিষ্ঠিত নিয়ম-কানুন।
যারা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে তাদের বলা হয় "মিউটেন্ট"। অসাধারণ শরীর ক্ষমতা জেনেটিক সিমবদ্ধতাকে ছাপিয়ে গেছে গেছে বহু গুণে। স্বাভাবিকের চেয়ে তারা হয়ে ওঠে কয়েক গুন বেশি শক্তিশালী। তবে এমন মানুষের সংখ্যা খুবই কম। অনুমান করা হয় একহাজারে মাএ একজন মিউটেশনের প্রক্রিয়ায় সফল হতে পারে।
তার মানে বাকি ৯৯৯ জনের জন্য অপেক্ষা করছে মৃত্যু, ভয়াবহ মৃত্যু। অতিরিক্ত হাওয়া ভরলে বেলুনের যা অবস্থা হয় তেমনি কেউ ফেটে যায় আবার কেউ মোমের মতো গলে যায়। তবে এদের মাঝখানে অল্প কিছু মানুষ আছে যাদের মৃত্যু হয়না, তারা হয়ে ওঠে চেতনা বিহীন দানবে। যার উদ্দেশ্য শুধুমাত্র শক্তির শোষণ করা।
উল্কা বৃষ্টির ১১ বছর পর আবিরের বয়স এখন ২৪। মানুষ না চেয়েও খুব দ্রুত এই নতুন পৃথিবীর বাস্তবতায় খাপ খাইয়ে নিয়েছে। যেখানে শক্তি সবসময় সঠিক। মানুষ তার শক্তির অপব্যবহার করবে না তা আশা করাটা বোকামি। অল্প সময়ে বদলে গেছে সমাজের বহু প্রতিষ্ঠিত নিয়ম-কানুন।
কষ্ট জানায় বেঁচে আছো তুমি