03-08-2024, 05:47 AM
(31-07-2024, 04:15 AM)মিসির আলি Wrote: মানসিক অবসাদ, শারিরীক অসুস্থতা এবং আরো নানাবিধ সমস্যার মধ্য দিয়ে এই পর্বটি লিখা। এই সময় কোনো পর্ব আপডেট দেয়ার ইচ্ছে ছিল না। আমি এই ফোরামের কোনো লেখক নেই। একজন পাঠক। তাই পাঠক হিসেবে এখন যে ফোরামে খরা চলছে সেটা ভালো করেই বুঝতে পারছি। যে দুই একটা গল্প পড়ি সেগুলোর আপডেট আসছে না। তাই গ্রীষ্মের তীব্র দ্বিপ্রহরে মুসাফিরের জন্য মশক খুলে এক ঢোক পানির ব্যবস্থা করেছি নিজের সামর্থ অনুযায়ী।
এত বড় আপডেট এর পর একটা লাইক বা একটা রেপু দিলে পাঠকের দিক থেকে তাদের দায়িত্ব পালন হয় না বলে আমি মনে করি। প্রতি পোস্টে লাইক আর রেপু দেয়ার অনুরোধ রইলো।
সুতরাং মন খুলে রেপু দিয়ে রেপুর বন্যায় ভাসিয়ে দিন আমায়।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)