02-08-2024, 09:41 AM
(02-08-2024, 03:34 AM)Manali Basu Wrote: আমি হারিয়ে যাইনি। লেখা চলছে। ভালো মানের লেখা দেওয়ার জন্যই একটু সময় নিয়ে। তাছাড়া অনুরিমার মতো আমিও একজন গৃহবধূ, এক ছোট্ট পুত্র সন্তানের জননী। তাই হাজার কাজ সামলে লেখার সময় পাই। হয়তো একদিন সত্যিই ভ্যানিশ হয়ে যাবো, কিন্তু তার আগে এই গল্পটি শেষ করে যাবো।
আপনি চলে গেলে আমরা এমন হাতের জাদু থেকে বঞ্চিত হয়ে যাবো । আপনাকে আমরা হাড়াতে চাই না দিদি । ভক্ত হিসাবে আপনাকেও আমরা আপনার হাতের লেখার মতোই ভালোবাসি । আশা করি আপনি সর্বদায় পাঠকদের সাথে থাকবেন। ?
আপনি হাড়িয়ে গেলে পাঠকগন আর কখনোই এমন #মানালী_ভাসু খোঁজে পাবে না ।হয়তো অনেক লেখক আসবে যাবে কিন্তু আপনার মতো হাতের জাদু দিয়ে কেউই এমন ভাবে পাঠকদের মন কেড়ে নিতে পারবে না। ।আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো ।