02-08-2024, 03:34 AM
(01-08-2024, 09:11 PM)masud93 Wrote: খালিই হারাইয়া যায়,,মাঝে মাঝে আসে
আমি হারিয়ে যাইনি। লেখা চলছে। ভালো মানের লেখা দেওয়ার জন্যই একটু সময় নিয়ে। তাছাড়া অনুরিমার মতো আমিও একজন গৃহবধূ, এক ছোট্ট পুত্র সন্তানের জননী। তাই হাজার কাজ সামলে লেখার সময় পাই। হয়তো একদিন সত্যিই ভ্যানিশ হয়ে যাবো, কিন্তু তার আগে এই গল্পটি শেষ করে যাবো।