01-08-2024, 11:31 AM
(29-07-2024, 06:07 AM)বহুরূপী Wrote: পর্ব ১৭এই নয়নতারার গল্প আমাকে মায়াজলে বদ্ধ করেছে।
মধ্যাহ্নের নীরবতায়, জামগাছটির ছায়াতে বসে, নয়নতারা তার শিশু পুত্রটির পেটের ক্ষুধা নিবারণ করতে স্তনদান করছিল। এই মায়ের মনের অবস্থা তার কোলের শিশুটির অবগত থাকার কথা নয়,তবুও অকারণেই শিশুটির কোমল হাতখানি মায়ের গলা স্পর্শ করায় নয়নতারার ভাবনায় বাধা পরলো। সেই ক্ষুদ্র হাতের কোমল স্পর্শ নয়নতারার ভাবনাকে বাধাগ্রস্ত করলেও, শিশুর হাস্যউজ্জ্বল মুখ দেখা মাত্রই তার মায়ের মুখেও হাসি ফুটলো। বাবু যে কখন স্তনপান ছাড়িয়া তার গলার মঙ্গলসূত্র খানি হাতে ধরে খেলে করছে, নয়নতারা ভবনার মাঝে তা টের পায় নাই।
আজ সকাল থেকেই নয়নতারার মনটি ভীষণ খারাপ। মন খারাপের কারণটি মোটেও ছোট নয়। নয়নতার কলকাতা হইতে ফিরিবার পর আজ অবধি তার ছোট মেয়ের মুখ দেখে নাই। যদিওবা মন্দিরার মায়ের থেকে মাসির টান বেশি,তাই বলিবা মায়ের মন আর কতখন মানে!