31-07-2024, 03:53 PM
(31-07-2024, 01:25 PM)Godhuli Alo Wrote: মেয়েটির নাম নীলিমা। প্রথম যেদিন দেখা হলো সেদিন নীল শাড়িতেই দেখলাম তাকে। খুবই সাদামাটা মেয়ে। কপালে নীল রঙের ছোট্ট একটা টিপ ছাড়া আর কোনো সাজগোজই নেই। এভাবে কেউ প্রেমিকের সাথে দেখা করতে আসতে পারে সেটা ধারণাতেই ছিল না আমার। তবে মেয়েটির মুখখানা অদ্ভুত মায়াময়। ভালো করে খেয়াল করে তাকালে আর মুখ ফেরাতেই ইচ্ছে হয় না। আর চোখ? সেই যে বলেছিলাম কারো চোখের মাঝে নিজেকে খুঁজে পেতে চাই, এ যেনো ঠিক তেমনটাই। নিজেকে বড় ভাগ্যবান বলে হলো। বন্ধু বান্ধবদের ভেতর যাদের কাছে শুনেছি এমন অদেখা ভালোবাসার কথা সবখানেই ছিল দেখা হবার পর তীব্র হতাশার দীর্ঘশ্বাসের ধ্বনি। কিন্তু আমার বেলায় একেবারেই অন্য রকম ঘটলো। ভেবেছিলাম ওকে আজ বলে দেবো আমি বিবাহিত। কিন্তু দেখা হবার পর আর সেটা মুখে আসলো না। সত্য গোপন করলাম কি? একেবারেই নয়। সম্পর্কে তিনি আমার স্ত্রী নন, মা। তাছাড়া তার সাথে ধর্মীয়, সামাজিক, আইনগত কোনোভাবেই আমার বিয়ে হয় নি। তাই নিজেকে বিবাহিত পরিচয় না দিলে সত্যের অপলাপ হবে বলে মনে করি না আমি। কিন্তু ছেলেটা? সে তো আমার ঔরসজাত সন্তান। তার কথা চেপে যাই কীভাবে? হ্যাঁ, এইখানটায় আমাকে সত্য লুকোতেই হলো। কিন্তু এ ছাড়া যে আর কোনও উপায় নেই। এই মায়ামাখা মেয়েটিকে হারাবার কথা ভাবতেই পারছি না আমি। তার সাথে স্বপ্নের মতো কিছু সময় কাটালাম যেনো সেদিন।এই নীলিমা কে? তার সঙ্গে দেখা হল কি করে। অফিসের সহকর্মিণী নয় নিশ্চয়ই। কারণ অফিসে সবাই জানে মইন বিবাহিত।