29-07-2024, 09:46 PM
প্রথমে, তোমাকে সাধুবাদ জানাই যে তুমি এই গল্পের প্রথমভাগ লেখার পর উৎসাহ হারিয়ে ফেলেছিলে, কিন্তু সেখান থেকে সামলে নিয়ে পুনরায় এর পরবর্তী ভাগ লিখতে শুরু করেছো। এটা খুবই ভালো দিক। অনেকেই অনেক ক্ষেত্রে উৎসাহ হারিয়ে ফেলার পর আর ওঠে দাঁড়াতে পারে না, নিজে থেকেই হেরে যায়। কিন্তু তুমি যথেষ্ট মনের জোর দেখিয়েছো। অনেকে হয়তো বলবে যে, এটা কি একটা ব্যাপার হলো! এ তো 'চটি' সাহিত্য। কিন্তু না; সবাই এটা পারে না। এই ছোটো ছোটো ব্যাপারগুলো থেকেই কারো চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে অনেক কিছু জানতে পারা যায়।
এখন, এই গল্প সম্পর্কে কিছু বলার রয়েছে। তোমার এই গল্পটি নিঃসন্দেহে খুবই ভালো একটি গল্প। কিন্তু, দুর্ভাগ্যক্রমে এর প্রথমভাগ নেই। তুমি ভাবো, তুমি একটা লেখা পড়তে শুরু করলে আর তোমার খুবই ভালো লেগে গেলো, কিন্তু জানতে পারলে যে এর আগের একটি ভাগ রয়েছে। তুমি স্বাভাবিকভাবেই সেটাই আগে পড়তে চাইবে। কিন্তু কোনো একটা কারণবশতঃ সেটা কোথাও পেলে না। তোমার কি রকম মনে হবে তখন? ঠিক তেমনটাই তাদের সঙ্গে ঘটবে যারা তোমার এই গল্পের দ্বিতীয়ভাগ পড়তে শুরু করবে। দ্বিতীয় ভাগের মুখবন্ধ দিয়ে তো আর প্রথমভাগ পড়ার চাহিদা পূরণ হবে না। তাই আমার প্রস্তাব হচ্ছে যে, তুমি জীবনচক্র-১ নাম দিয়ে একটি নতুন thread শুরু করো। তোমার কাছে প্রথমভাগের কোনো back up নেই, অসুবিধা নেই। আমার কাছে বেশ কিছুটা রয়েছে; আর বহুরূপী বলছিলো যে ওর কাছে পুরোটাই রয়েছে। এখন হয় তোমার সেই thread-এ বহুরূপী প্রথমভাগটা পুরোটাই post করবে, নয়তো আমার কাছে যতোটা রয়েছে ততোটাই আমি post করে দেবো, বাকীটা বহুরূপী করে দিক। এর একটা ভালো দিক হচ্ছে, যারাই জীবনচক্র পড়তে চায়, তারা তোমার নামের পাশে যে thread-গুলো রয়েছে, তাতে পুরোটাই পড়তে পারবে, হোক না তাতে যদি দুটো thread ঘাটতে হয়; তবু তো পুরোটা পড়তে পারবে।
এখন, তোমার লেখাটা খুবই সুন্দর হচ্ছে; যদিও, প্রথম থেকেই ছিলো, বলার অপেক্ষা রাখে না। চালিয়ে যাও। পরবর্তী পর্বের সাগ্রহে অপেক্ষায় রয়েছি।