29-07-2024, 01:16 PM
(29-07-2024, 06:07 AM)বহুরূপী Wrote: পর্ব ১৭দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও যে সময় করে লিখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটাও চমৎকার চলেছে। তবে হঠাৎ নতুন চরিত্র উপস্থাপনা করার আগে একটু চরিত্রের সম্পর্কে কিছু বিবরণ দিয়ে চরিত্রকে জীবন্ত করে তুললে ভাল হয়।
মধ্যাহ্নের নীরবতায়, জামগাছটির ছায়াতে বসে, নয়নতারা তার শিশু পুত্রটির পেটের ক্ষুধা নিবারণ করতে স্তনদান করছিল। এই মায়ের মনের অবস্থা তার কোলের শিশুটির অবগত থাকার কথা নয়,তবুও অকারণেই শিশুটির কোমল হাতখানি মায়ের গলা স্পর্শ করায় নয়নতারার ভাবনায় বাধা পরলো। সেই ক্ষুদ্র হাতের কোমল স্পর্শ নয়নতারার ভাবনাকে বাধাগ্রস্ত করলেও, শিশুর হাস্যউজ্জ্বল মুখ দেখা মাত্রই তার মায়ের মুখেও হাসি ফুটলো। বাবু যে কখন স্তনপান ছাড়িয়া তার গলার মঙ্গলসূত্র খানি হাতে ধরে খেলে করছে, নয়নতারা ভবনার মাঝে তা টের পায় নাই।