29-07-2024, 12:40 AM
(28-07-2024, 03:36 AM)ray.rowdy Wrote:কোনো পর্ব ছোটো বা বড়ো সেটা শব্দসংখ্যার নিরিখে বিচার করাটা ঠিক নয়; বরং একটা পর্বে গল্পের কাহিনী কতোটা এগিয়ে গেছে বা কোনো একটা গুরুত্বপূর্ণ মোড়ে বা অন্তরালে এসে শেষ হয়েছে কিনা সেটা দিয়ে বিচার্য্য হওয়া উচিৎ; যদি তাতে কিছুটা মনে-হচ্ছে-কিছুটা-ছোটো-হয়ে-গেছে বা অনেকটা-বড়ো-হয়ে-গেছে গোছের হলে হোক। পর্বের শেষটা যেন নতুন পর্বে কাহিনী এগিয়ে চলার জন্য জন্য ভিতটা যথাযথভাবে তৈরী করে দিতে পারে - তাতেই যেন পর্ব-সমাপ্তির নির্ণায়ক হোক।
মানালী, দারুণ লিখে চলেছো, খুব সুন্দর হচ্ছে। আমার মতে তুমি তোমার মতো করে লিখে যাও।
এখন, অনেক পাঠক-পাঠিকারাই অনুরিমার সামনে কর্তব্য-করণীয় সম্পর্কে নিজেদের মতামত জানিয়েছে। আমি গল্পে নাটকীয়তা পছন্দ করি, কিন্তু বাস্তবিকতারহিত নয়। যেহেতু গল্প, সেকারণে কাহিনীতে রং চড়ানোটা কোনো দোষের কিছু নয়, কিন্তু বাস্তবিকতাকে পুরো দূরে সরিয়ে দিয়ে গরুকে গাছে চড়ানোর কোনো মানে দেখি না, যদি না তুমি একে যথাযথভাবে justify করতে পারো। আমি বলতে চাই যে, অনুরিমার পরিবর্তন যাই হোক না কেন তাতে যেন একটা ধারাবহিকতা থাকে; সে আধুনিকা, শহুরে কিন্তু কোনো modern-day-pub-going বা কোনো reckless care-free youngster নয়। সে কিশোরী নয়, অনেকদিন হয়ে গেছে সংসার করছে। তাই যেভাবে শুরু করেছিলে সেটা মাথায় রেখে practically ভাবো, এমন একজন নারী কিভাবে নিজেকে চালনা করবে, এবং ultimately, এই সমাজেরই একজন হয়ে থাকতে হবে। অনুরিমা কোনো পাগলী না, ও নিজের ভালোটা বোঝে এবং যথেষ্ট বিচক্ষণ। তাই ending টা এমন ভাবো যেন সমীর-অনুরিমা আর বাকী চরিত্রদের মাঝে যে arrangement-টাই হোক না কেন, তা যেন sustainable হয়। নাহলে, একটা সময় পরে collapse অনিবার্য্য, একে এড়িয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।এটা হলো আমার practical point of view থেকে রাখা মতামত।
তুমি যদি radical কোনো কিছু ভেবে রাখো এবং তাকে যথাযথ ভাবে justify করতে পারো, তাহলে তাতে কোনো দোষের কিছুই হবে না। আমি বলবো যে, তুমি সবারটা শুনে নাও, এবং প্রত্যেকটা সম্ভাবনা খুব ভালোভাবে ভেবে নিজের মতো করেই লেখো।
শুভেচ্ছা রইলো। সাগ্রহে পরবর্তী পর্বের অপেক্ষায় রয়েছি।
আমি সেই কারণেই চেষ্টা করি প্রতিটি পর্বের শুরুতে পূর্ববর্তী পর্বের শেষ অংশটিকে তুলে ধরতে, যাতে গল্পের ফ্লো-টা বজায় থাকে।
ধন্যবাদ আমার লেখনীর প্রশংসা করার জন্য।
আমি বুঝতে পেরেছি আপনি ঠিক কি বোঝাতে চাইছেন। গল্পে এখন অনুরিমার মন উচাটন, সমীরের মানসিক অত্যাচার, রাকিবের যৌনসুখ, সবমিলিয়ে সে এখন দোটানায়। ব্যাভিচার তো সে করেছে, কিন্তু প্রশ্ন হলো সেটাকে সে কন্টিনিউ করবে নাকি অন্য পন্থা অবলম্বন করবে।
সর্বশেষে বলবো এত বিস্তারিত মতবাদ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
