28-07-2024, 02:34 AM
শুরুটা খুবই সুন্দর হয়েছে, সাড়াজাগানো - গল্পের মাঝে গল্প। অনেকদিন পর এখানে একটা ভালো গল্প পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আশা রাখি, তুমি যে তালে গল্পের সুরটা ধরেছো সেটা শেষ অবধি বজায় রাখবে এবং একইরকম সুন্দরভাবে শেষ করবে।
গল্পের শেষটা প্রথম থেকেই ভেবে রেখেছো তো? কেননা এখানে শিশুমৃত্যূর হার খুবই বেশী। অনেক ভালো ভালো লেখা খুবই সম্ভাবনা নিয়ে সাড়া জাগিয়ে শুরু হয়, কিন্তু লেখক-লেখিকা প্রথম থেকেই পরিসমাপ্তি ভেবে না রাখার দরুণ মাঝপথে খেই হারিয়ে ফেলে এবং আশাভঙ্গ হয়ে মাঝপথেই থেমে যায়। অনুরোধ রইলো যে, গল্পের পরিসমাপ্তিটা আগে থেকেই ছকে নাও। আর এ যেন কোনো খাপছাড়া গোছের না হয়, গল্পের কাহিনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে থাকে এবং এর গল্পের পটভূমিকার সঙ্গে ন্যায়বিচার করেই হয়। প্রয়োজনে গল্প যদি কিছুটা ছোটো হয়, তাতে কোনো অসুবিধা নেই, কাহিনী যুক্তিযুক্ত হওয়াটাই প্রধান যাতে পড়িয়েরা পড়ে সেই ভালো লাগার আমেজটা উপভোগ করতে পারে। আশা রাখি, তুমি গল্পের কাহিনীর সঙ্গে সুবিচার করবে। মাঝপথে হারিয়ে যেও না।
আবারও বলছি, দারুণভাবে গল্পটা শুরু হয়েছে। শুভেচ্ছা রইলো, সঙ্গে রয়েছি। সাগ্রহে পরবর্তী পর্বের অপেক্ষায় রয়েছি।