25-07-2024, 12:04 PM
ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। তবে আপডেট ছোট হওয়ায় মনে একটু কষ্ট থাকছে। কিছু বাক্য বাংলায় লিখে দিলে আরও একটু সুবিধা হয় যেমন মায়ের কথাগুলো যে আঞ্চলিক ভাষায় লেখা যত দুর্বোধ্য মনে হলো তাই সেটা যদি বন্ধনী দিয়ে ভেতরে () বাংলায়ও লেখা থাকতো তাহলে ভালো হতো। দু এক জায়গায় বানানেরও সমস্যা আছে একটু দেখবেন। লেখা আপনার মতই তবে মনে হচ্ছে আপডেট দেওয়ার জন্য আপডেট দিয়ে গল্প যেন এক জায়গায় থমকে আছে সামনে যাচ্ছে না। আপনার সমালোচনা করছি না জাস্ট নিজের অবস্থান থেকে মন্তব্য করলাম। অপারেশন পরবর্তী সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠুন ভালো থাকুন এবং বড় বড় আপডেট দিন এই কামনা করি।