24-07-2024, 10:42 PM
(24-07-2024, 12:37 PM)Warriorimperial Wrote: দিদি গল্পটা অনেকটা পরমার পরাজয় ঘেষা হয়ে যাচ্ছে,মানে কন্ডম ছাড়া সেক্স এর বিষয়টা। গল্পের শেষটা একটূ অন্যরকম বাস্তবধর্মী হলে ভাালো লাগবে। সমীর অনুরিমার সম্পর্কটা আগের মতো করে দেওয়া যেতে পারে জীবনে কোনো Crisis situation এর আগমন ঘটিয়ে, যাতে শেষে Love>Lust দেখানো যায়
যেকোনো পরকীয়া গল্পেই আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে পাঠকরা নিষিদ্ধ যৌনতা উপভোগ করলেও সবসময়ে চায় পূনরায় স্থিতাবস্থা যাতে ফিরে আসে। অর্থাৎ স্ত্রী প্রেমিককে ভুলে গিয়ে আবার স্বামীকেই গ্রহণ করে নেয়। ব্যক্তিগত ভাবে পাঠিকা হিসেবে আমিও তাই এক্সপেক্ট করে থাকি, এর অন্যথা হলে গল্প নিয়ে একটা হ্যাংওভার থাকে, মন বারংবার বিশ্লেষণ করতে চায় ঠিক কি কি পন্থা অবলম্বন করলে গল্পের মধুরেণ সমাপয়েৎ ঘটানো যেত। কারণ সিনেমা যেরকমই হোক, আমরা সচারচর হ্যাপি এন্ডিং পছন্দ করি।
লেখিকা হিসেবে গল্পের হ্যাপি এন্ডিং দিতে পারবো কিনা বলতে পারছি না, তবে যাত্রাপথে আমি সকল চরিত্রের জন্যই কাঁটা বিছিয়ে রাখবো, তাতে গল্পের রোমাঞ্চ বাড়বে বই কমবে না।
![[Image: 452461460-122158780352152249-8243082217875201761-n.jpg]](https://i.ibb.co/Jv2jNmD/452461460-122158780352152249-8243082217875201761-n.jpg)