17-07-2024, 05:13 PM
(17-07-2024, 11:08 AM)fatima Wrote: অপূর্ব ভাবে ভাই-বোনের প্রেমের বর্ণনা দিয়েছেন। তাদের প্রেমের দার্ঢ্য মনে অপরূপ ছবি এঁকেছে। যে পথ নতুন প্রেমিক প্রেমিকা দুজন বেছেছে সে পথ বিপদ সংকুল। এই কাহিনীর দ্বিতীয় পর্বের কথা মনে হওয়া খুব স্বাভাবিক। দুজনে সেই ভবিষ্যতের বিপদের মোকাবিলা কেমন ভাবে করবে সেটা দেখার প্রতীক্ষায় রইলাম।
প্রথমেই আমি আপনার উৎসাহজনক এবং মধুর মন্তব্যের জন্য আমার হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি আমার গল্পের মাধ্যমে আপনাদের একটু আনন্দ দিতে পেরেছি যেনে নিজেকে ধন্য মনে করি। আপনার উপদেশ নিশ্চই মনে রাখবো। আশা করি ভবিষ্যতেও আপনাকে পাশে পাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।