16-07-2024, 11:36 AM
(16-07-2024, 09:21 AM)dgrahul Wrote: ধন্যবাদ জানাই। নতুন টুইস্ট নিয়ে প্লট যদি মাথায় আসে, তখন পার্ট ২ নিয়ে চিন্তা করবো।
যে কোনও গল্পের প্লট হল চ্যালেঞ্জ। ভাই বোনের সংসারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমাজ। বাবা মার ইচ্ছে অনিচ্ছে। এই দুটোর মোকাবিলা করতে নতুন প্লট তো রেডি মেড আছে। ইনোভেটিভলি এই চ্যালেঞ্জের মুখোমুখি ভাই বোন কিভাবে দাঁড়াবে, সন্তান কিভাবে প্ল্যান করবে। সেটা দারুণ প্লট হবে।