14-07-2024, 09:15 AM
পরের দিন দুপুরে বড় বৌদি ফোন করলো মেজ বৌদিকে। অনেক দ্বিধা, টালবাহানা, ইতস্তত ভাব; সব মিলিয়ে পরিস্থিতিটা বুঝিয়ে বললো মেজ বৌদিকে।
মেজ বৌদি নাকি সব শুনে বলেছে যে, তোমাদের কোনো চিন্তা নেই। মা এলেও কোনো অসুবিধে হবে না। মেজ বৌদি, মা-কে ম্যানেজ করে নেবে। সেজদার ব্যাপারেও বলেছে যে, ও বোধহয় সেজদার অসুস্থতার কারণটাও জানে। তার ওষুধও নাকি মেজ বৌদির কাছে আছে। ওরা এখানে এলেই সব ব্যবস্থা হয়ে যাবে। বড় বৌদিকে নিশ্চিন্তে সব ব্যবস্থা করতে বলে মেজ বৌদি ফোন কেটে দিয়েছিলো।
আমরা রাতে, বড়বৌদির কাছ থেকে সব কথা শুনে খানিকটা অবাক হলেও; মেজ বৌদির ভরসায় সব যোগাড়যন্ত্র করে ফেললাম। এখন রবিবার ওদের আসার অপেক্ষায়।
রবিবার সকালবেলায় সবাই এসে পৌঁছলো। দুপুরবেলা খাওয়াদাওয়া করে দুটো নাগাদ আমরা সবাই মা-য়ের ঘরে গিয়ে বসলাম।
বিছানায় মা-য়ের দু'পাশে আমরা চার ভাই। মেজদা মা-য়ের কোলে মাথা রেখে, আধশোয়া হয়ে শুয়ে আছে। বড় বৌদি মা-য়ের পায়ের কাছে। সেজ বৌদি আমার আর সেজদার মাঝখানে। এর পরে মা-য়ের বলা কথাগুলো আমরা নির্বাক হয়ে শুনলাম।
মেজ বৌদি নাকি সব শুনে বলেছে যে, তোমাদের কোনো চিন্তা নেই। মা এলেও কোনো অসুবিধে হবে না। মেজ বৌদি, মা-কে ম্যানেজ করে নেবে। সেজদার ব্যাপারেও বলেছে যে, ও বোধহয় সেজদার অসুস্থতার কারণটাও জানে। তার ওষুধও নাকি মেজ বৌদির কাছে আছে। ওরা এখানে এলেই সব ব্যবস্থা হয়ে যাবে। বড় বৌদিকে নিশ্চিন্তে সব ব্যবস্থা করতে বলে মেজ বৌদি ফোন কেটে দিয়েছিলো।
আমরা রাতে, বড়বৌদির কাছ থেকে সব কথা শুনে খানিকটা অবাক হলেও; মেজ বৌদির ভরসায় সব যোগাড়যন্ত্র করে ফেললাম। এখন রবিবার ওদের আসার অপেক্ষায়।
রবিবার সকালবেলায় সবাই এসে পৌঁছলো। দুপুরবেলা খাওয়াদাওয়া করে দুটো নাগাদ আমরা সবাই মা-য়ের ঘরে গিয়ে বসলাম।
বিছানায় মা-য়ের দু'পাশে আমরা চার ভাই। মেজদা মা-য়ের কোলে মাথা রেখে, আধশোয়া হয়ে শুয়ে আছে। বড় বৌদি মা-য়ের পায়ের কাছে। সেজ বৌদি আমার আর সেজদার মাঝখানে। এর পরে মা-য়ের বলা কথাগুলো আমরা নির্বাক হয়ে শুনলাম।
✪✪✪✪✪✪✪✪✪✪