13-07-2024, 08:47 PM
(13-07-2024, 07:00 PM)Charon Wrote: ভারি সুন্দর প্রেমের গল্প। তবে কথাবার্তা আরও চলিত হলে ভাল হয়। একটু লিখিত ভাষায় কথা বলছে রঞ্জুরা
অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। আপনাদের গল্প লিখে আনন্দ দিতে পারলেই আমার উদ্দেশ্য পূরণ মনে করি। ভাষা নিয়ে যে মন্তব্য করেছেন, সেটা অনেকেই জানিয়েছে। আসলে আমি প্রবাসী বাঙালি, বাংলা নিয়ে কোনোদিন পড়াশুনা করি নি। বাড়িতে বলার চর্চাও কম। ছোটবেলার থেকে গল্পের বই পরেই আর মায়ের কাছে বাংলা শেখা। আমি আজও সব গল্প ইংরেজি তে ড্রাফট করি আর তারপর বাংলায় ট্রান্সলেট করি। তবে আগের থেকে ধীরে ধীরে উন্নতি করছি। দেখা যাক। আর কি, ভালো থাকুন, আর এই ভাবেই সাথে থাকুন। ধন্যবাদ।