07-07-2024, 11:01 PM
(07-07-2024, 04:00 AM)কাদের Wrote: ওয়েলকামব্যাক। অনেকদিন পর। আপনার লেখার হাত আর পরিণত হচ্ছে। প্রত্যেক লেখক পাঠকের স্বীকৃতি চায় কমবেশি তবে পাঠকের স্বীকৃতি কে লেখার একমাত্র মোটিভেশন বানালে একসময় লেখার আগ্রহ হারিয়ে যায়। আশা করি ব্যাপারটা ধরতে পারবেন। লিখতে থাকুন। পাঠক এমনিতে আসবে। আর আজকে যেমন পর্ব লিখলেন এমন লিখলে পাঠকের অভাব হবে না আশা করি।
কাদের ভাই কেমন আছেন?
আপনি যেহেতু বলেছেন তাহলে মনে প্রানে বিশ্বাস করছি লেখা ভালো হচ্ছে। আমি শুধু একটা দ্বিধায় ভুগতেছি, সেটা হলো গল্প টা কি বিস্তারিত লিখে আরো অনেক বড় করব, নাকি ফাস্ট ফরোয়ার্ড করে অল্প কয়েকটা আপডেট এ শেষ করব। যেভাবে কাহিনি গুছানো হয়েছে তাতে এভাবে ডে বাই ডে স্টোরি লিখলে আরো অনেক আপডেট লাগবে। যদিও আমি অনেক বড় আপডেট দেই।