
রাকিব আর তার মায়ের সাথে মামার বাড়ি বেড়াতে যাচ্ছে। রাকিবের বয়স ২১ বছর। লেখাপড়ায় ভালো ভদ্র ছেলে একদম তার বাবার মতো। রাকিবের মা কনা বেগম। বয়স ৪৩, রাগচটা স্বভাবের। স্বামীর সাথে ছোট খাটো ব্যাপারে ঝগড়া লেগেই থাকে। রাকিব তাকে জমের মতো ভয় পায়। মায়ের কথা অবাধ্য হয়না কখনো।