02-07-2024, 08:05 PM
(02-07-2024, 04:47 PM)Anita Dey 2024 Wrote: এই গল্পটা এমন একটা মান তৈরি করে দিচ্ছে, এর পর অন্য অনেক গল্প পানসে লাগবে।
প্রথমে জানাই অজস্র ধন্যবাদ।
এই ফোরামে অনেক নামি গুণী লেখক আছেন। সবারই লেখার কায়দা আলাদা। তাই কোনো তুলনাতে না যাওয়াই উচিৎ। সবার তো আর সব কিছু ভালো লাগবে, তা তো নয়। আমি যে থিম নিয়ে লিখি, সেটা সবার ভালো নাও লাগতে পারে, আবার কারো কারো খুব ভালোও লাগতে পারে। তাই এইখানেই বিষয় টি শেষ করা যাক।
মাঝে মাঝে, অনেক কারণে বিনা নুনের রান্নাও খেতে হয়। তখন সয়ে যায় পানসে খাবারও।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গল্পের আনন্দ উপভোগ করুন।
অশেষ ধন্যবাদ জানাই।