30-06-2024, 04:01 PM
(28-06-2024, 02:42 AM)Rancon Wrote: ভালো লাগছে পুর্বের গল্পের সাথে একটু মিলিয়ে দিয়েছেন। রনকে কোন সরকারি চাকুরিতে নিয়ে এসে এলাকার কিছু সংস্কারে যদি কাজে লাগানো যায়। কিন্তু আপনার পূর্বের যত লেখা তাতে সফল হলেও আর নায়ক নায়িকা নিজের এলাকার জন্য মানুষের জন্য কারো কোন উল্লেখযোগ্য ভূমিকা আগের কোন উপন্যাসে দেখিনি। তাই এখানেও মনে হচ্ছে ওই রকমই হবে। সফল হলে এলাকা ছেড়ে চলে যাবে তারপরে এলাকার সাথে যোগাযোগ থাকবে না। কিন্তু আপনার লেখার ধার আপনার লেখা দিনে দিনে আরো অনেক পরিণত হচ্ছে। পাঠকে ধরে রাখার অসম্ভব ক্ষমতা আপনার আছে। শিবে কেলো বিষে নামগুলো সেই আপনার অন্যান্য গল্প থেকে নেয়া। হয়তো নামগুলোতে আপনি নস্টালজিক হয়ে যান অনেক ভালো লেগেছে। অন্য গল্পের মত একজন পুরুষ মানুষকে আর একটা নারী এসেই ইন্সপায়ার করে সহযোগিতা করে নিয়ে যাবে আপনার সবগুলো গল্পই প্রায় ঐরকম। কেন একটি ছেলে যে ম্যাগাজিন বা জার্নালে বিক্রি করছে সে কেন পড়তে পড়তেই তার ভেতর থেকে একটা সত্তা কথা বলবে না, সে কেন নিজের ভেতর থেকে জেদ পাবেনা পরিশ্রম করে নিজে একজন সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবে না? পত্রিকা পড়ছে ছবি আঁকছে তার মানে চোখের সামনে সবকিছু থাকতেও সেই যেন গতানুগতিক আগের গুলোর মতই কোন নারী এসে তাকে এই পাক থেকে তুলে উঠাবে তারপরে সে ঘুরে দাঁড়াবে ব্যাপারটা ওই রকমই হয়ে যাচ্ছে আর কি।
অনেক ধন্যবাদ নিয়মিত আপডেট দেওয়ার জন্য।
দারুন লিখেছেন আপনি। কামদেবের এই মহিমা , নারী শক্তির উপাসনা ওনার গল্পের মূলমন্ত্র।
মেয়েদের ছাড়া আমরা ছেলেরা যে কত অসহায় সেটা ওনার লেখাগুলো পড়লে হাড়ে হাড়ে বারবার বুঝতে পারা যায়।