30-06-2024, 08:51 AM
একটা গল্প খুঁজেতেছি, গল্পের নায়ক গার্মেন্সে কাজ করে। তার ভার্সিটির একটা প্রমিকা থাকে কিন্তু তাকে পাত্তা দেয় না। হঠাৎ তার সাথে দেখা হয় তার পিএসডির জন্য গার্মেন্সের উপর রিসার্চ করবে দেখে।গল্পে নায়কের তার বাড়িওয়ালীর সাথে সম্পর্ক থাকে। ঢাকার বস্তিতে ভাড়া থাকে। বাড়িওয়ালা তার আত্মীয়ের সাথে নায়কের বিয়ার কথা বলে কিন্তু সে না করে দেয়। কেউ কি বলতে পারবেন গল্পের নামটা কি বা লিংক দিতে পারবেন xossipy তেই ছিলো গল্পটা।