25-06-2024, 11:27 PM
(25-06-2024, 10:27 PM)আবরার ভাই Wrote: ভাই বিশ্বাস করেন,আপনার জীবনচক্র গল্পের কথা গত কয়েকদিন যাবত খুবই মনে পড়তেছে এবং আপনার উপর বিরক্ত কেন সম্পূর্ণ করলেন না??? যদিও পারসোনাল ব্যাপার বাট আমার সেরা গল্প। However, Wellcome Back
গত ২ বছর যাবত গসিপি গল্প পড়ি কিন্তু রেজিস্ট্রার করা নেই।বিশ্বাস করেন ভাই,শুধু আপনাকে গল্প দেখে মুহুর্তে রেজিস্ট্রার করে কমেন্ট করলাম।
একটা অনুরোধ পারলে জীবনচক্রের আরো ২-১টা পার্ট দিয়েন।ধন্যবাদ ফিরে আসায়
আমি জীবনচক্র নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। শুধু এতটুকু বলবো যারা গল্পের শুরু থেকে সাপোর্ট করেছে তারা ছাড়া আর কারো লেখকের উপর বিরক্ত হওয়ার অধিকার নেই। সব পাঠকের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার গল্প বাস্তবতার সাথে এগিয়ে চলবে, এই গল্প আরো বেশি বাস্তব আর বর্তমান সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অবস্থা উঠে আসবে। অপেক্ষা করুন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করবো।