25-06-2024, 02:42 PM
“জীবনের খেলাঘর” একটি প্রাপ্ত বয়ষ্ক উপন্যাস। গল্পের প্রয়োজনে কখনো সমকামীতার কথা আসতে পারে। কিন্তু সেটা নিতান্তই গল্পের প্রয়োজনে, অতিরঞ্জিত কিছু না। উপন্যাসের স্থান, কাল, চরিত্র সবকিছু কাল্পনিক। তবে ঘটনা প্রবাহ বৈশ্বিক মহামারি করোনা কালিন অতিবাহিত হওয়ায় অনেকের নিজের, পরিবার বা সমাজের সাথে মিল খুঁজে পেতে পারেন। সেটা সম্পুর্ন কাকতালীয় ব্যাপার। লেখক, বা ফোরাম কেউ এই বিষয়ে দায়বদ্ধ থাকবে না।