21-06-2024, 12:30 PM
(19-06-2024, 11:53 PM)বহুরূপী Wrote: আপনাকে সরল ভাবে বলি,প্রথম থেকে- এই মূহুর্তে আসলে লেখালেখির বিশেষ ইচ্ছে ছিল না।কিন্তু অনেকদিন পরে এখানে ফিরে এসে দেখলাম আমার অনেক পছন্দের লেখকেরা লেখা ছেড়ে দিয়েছে। তাই ইচ্ছে হল এক দুই টা লিখি। আমি চলিত ভাষা মোটামুটি ভালো লিখি,এই গল্পের প্রথম দিকটা পড়ে থাকলে বুঝবেন। সাধু ভাষা আমার পছন্দের ভাষা হলেও আমি ঠিক মত পারিনা।,তাই কখনোই চেষ্টা করিনি লেখার।
তবে এই গল্পের কয়েকটি কমেন্ট দেখে শেখার ইচ্ছে টা বেড়ে গেছে। ঐ কথাটা বলেছি কারণ আমি যখন কিছু একটা ধরি তখন তার শেষ না দেখে ছাড়ি না,তা যাই হোক না কেন,যে যাই বলুক না কেন। আমি ওসব গায়ে মাখি না। তাই সাধু যেহেতু শিখতে চেয়েছি সেহেতু এখন ঠিক মত সময় না দিতে পারলেও পরবর্তীতে ঠিক মত সময় দিতে পারবো।
লিখিয়া যান। শুভেচ্ছা রহিল। দেবদিগের অকৃপণ আশীর্বাদ বর্ষিত হউক আপনার যাত্রাপথে।