21-06-2024, 12:23 PM
(21-06-2024, 08:38 AM)dgrahul Wrote: উচ্চমাধ্যমিক পরীক্ষার যখন মাত্র এক মাস বাকি, তখন একদিন রাত্রে খাওয়া দেওয়ার পর রঞ্জু উপরে উঠে তার ঘরে চলে গেলো। বলে গেলো, সে আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে চায়। সাধারণত দুজনে একসঙ্গে নিচে খাবার টেবিলে রাত বারোটা, কখনো রাত একটা পর্যন্ত পড়তাম। আমারো আর একা একা পড়তে ভালো লাগছিলো না। উঠবো কি উঠবো না এই ভাবছিলাম যখন মা বললো, "আমরাও এখন শুয়ে পড়বো, তুই একা একা আর কত রাত জাগবি, যা আজ একটু তাড়াতাড়ি শুয়ে পর, দেখবি কাল মন মেজাজ একদম তাজা হয়ে যাবে।"খুব রোমান্টিক রচনা। তবে নায়ক নায়িকার মুখের সংলাপ একটু যেন লিখিত ভাষা, কথ্য ভাষায় সংলাপ হলে আরো ভাল লাগবে।