16-06-2024, 04:43 PM
(This post was last modified: 16-06-2024, 04:46 PM by zahirajahan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(15-06-2024, 07:21 PM)বহুরূপী Wrote: পর্ব ১৫
দু'তিন দিনের চিন্তিত ও ব্যথিত হৃদয় লইয়া হেমলতার সময় ভালো কাটিলো না। চিন্তার বিষয়টি যে কি,তা পাঠকেরা নিশ্চয়ই অবগত। তবে এই দু'তিন দিনে তাহাদের বাটীতে অচেনা কিছু লোকের নিত্য সমাগমে একজনের মুখ দেখিয়াই, আমাদের সরল মনের হেমলতার রাতের ঘুম উড়িয়া গিয়াছে। দিদির অবর্তমানে ঘরকন্যা হেম দেখিলেও,তাহাকে দেখিবার মত কেউই ছিল না। তাই বাড়ি ফিরিয়য়া কয়েকদিন মনমরা থাকিবার পর,আজ সমস্ত বিকেল ধরিয়া কেবল মন্দিরাকে লইয়া মনের মতো করিয়া যখন ঘর সাজাইল।
সাধুভাষায় লেখার ভাল প্রচেষ্টা। তবে আপনার হাত অত্যন্ত কাঁচা বলা চলে। ফলতঃ লেখার অর্থ অস্পষ্ট।
এটা অনেকটা অপটু স্থূল ব্যক্তির উঁচু গাছে চড়ার মত। গাছে চড়া তো হইয়া উঠে না। বরং বেচারি অসহায় ব্যক্তিটি ঘামিয়া নাহিয়া শ্বাসলুপ্ত হইবার উপক্রম হয়। ইহাতে কচিকাঁচা ছেলেছোকরার দল চতুর্দিকে ভিড় করিয়া মজা দেখে।