16-06-2024, 03:03 PM
(15-06-2024, 07:21 PM)বহুরূপী Wrote: পর্ব ১৫
কিন্ত হায়!অভাগীনি তখন তাহা বুঝিতে পারে নাই। বুঝিবে কি করিয়া!তার আর সঞ্জয়ের মাঝে যেটুকু যাই ছিল,তাহাতে যে তৃতীয় কেউ আসিয়া ভাগ বসাইতে পারে, ইহা সে কখনোই ভাবিতে পারে নাই। যখন সে ইহা বুঝিয়া পাইলো। তখন সাথে আরও বুঝিলো সঞ্জয়ের প্রতি তার মনে যা আছে,তাহা হইতে ভাগ দিতে গেলে তার হৃদয় পুড়িবে। মনে মনে নানান কথা ভাবিয়া ভাবিয়া নয়নতারা যেই মুহুর্তে তার দেবরকে ডাকিবে বলিয়া হাত খানি কাঁধে রাখিতে গেল।তার হাত সঞ্জয়ের কাঁধ স্পর্শ করিবার আগে সঞ্জয়ের দেহটি খানিক কাপিয়া বুকের ওপড়ে থাকা কাগজ খানি গড়াইয়া চেয়ারের পায়ের কাছে পড়িয়া গেল।
ভাল। চালিয়ে যাও ভাই। সাথে আছি।