12-06-2024, 10:01 AM
(11-06-2024, 02:51 AM)Godhuli Alo Wrote: সাথী মাথা নিচু করে শান্তস্বরে বলল, সেটা আমি এমনিতেই বুঝেছি। ভাইয়ার ইনকামে সংসার চলছে। তাকে তো তোমার খুশি রেখে চলতেই হবে।
আমি মাথা নেড়ে বললাম, হুম। তুমি মেয়ে বলেই বুঝেছ। ছেলে হলে হয়তো এসব নিয়ে হাঙ্গামা বাধিয়ে ফেলতে।
সাথী - কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? তোমার বিবেক কি বলে?
আমি - বিবেকের কথা জানি না। তবে আমার মন বলে এই সংসারটাকে টিকিয়ে রাখতে আমি যা করছি তাতে দোষের কিছু নেই। আর শোনো, সেতু যেনো কোনোভাবেই বিষয়টা বুঝতে না পারে। ওর বয়স অনেক কম তাই এটা হয়তো ওর মনের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে। আর শাহেদকেও কোনোভাবে বুঝতে দিও না যে তুমি বিষয়টা জানো। এসব বিষয় যত চেপে রাখা যায় ততই ভালো।
সাথী নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো।
সমাপ্ত।
শাহেদ একটু বুড়োটে। ছোকরা ছেলে। বৃষ্টিতে ভেজার মত রোম্যান্টিক ব্যাপারে সেই তো এগিয়ে আসবে। এত ভীতু - ঠান্ডা লেগে যাবে! মাঝবয়েসী মা তো বেশি উচ্ছ্বল। তরুণীদের মত। এমন মায়ের এমন ছেলে!