11-06-2024, 02:51 AM
(This post was last modified: 11-06-2024, 02:55 AM by Godhuli Alo. Edited 1 time in total. Edited 1 time in total.)
সাথী মাথা নিচু করে শান্তস্বরে বলল, সেটা আমি এমনিতেই বুঝেছি। ভাইয়ার ইনকামে সংসার চলছে। তাকে তো তোমার খুশি রেখে চলতেই হবে।
আমি মাথা নেড়ে বললাম, হুম। তুমি মেয়ে বলেই বুঝেছ। ছেলে হলে হয়তো এসব নিয়ে হাঙ্গামা বাধিয়ে ফেলতে।
সাথী - কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? তোমার বিবেক কি বলে?
আমি - বিবেকের কথা জানি না। তবে আমার মন বলে এই সংসারটাকে টিকিয়ে রাখতে আমি যা করছি তাতে দোষের কিছু নেই। আর শোনো, সেতু যেনো কোনোভাবেই বিষয়টা বুঝতে না পারে। ওর বয়স অনেক কম তাই এটা হয়তো ওর মনের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে। আর শাহেদকেও কোনোভাবে বুঝতে দিও না যে তুমি বিষয়টা জানো। এসব বিষয় যত চেপে রাখা যায় ততই ভালো।
সাথী নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো।
সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছিল। এমন আবহাওয়ায় আমার মনটা আনচান করে উঠছিল। কখন রাত গভীর হবে আর শাহেদের কাছে যাবো সেই অপেক্ষা করছিলাম। রাত্রি বাড়ার সাথে সাথে বৃষ্টিও চলছিল সমানতালে। ঠিক সময়টিতে শাহেদের ঘরের দরজায় গিয়ে যখন দাঁড়ালাম তখন মনটা কেমন যেনো আনমনা হয়ে উঠলো। ভেতরে ঢুকে দেখলাম তিনি এই মনোরম পরিবেশে অলরেডি ঘুমিয়ে গেছেন। তাকে জাগিয়ে তুললাম। সে চোখ কচলে বলল, এতো সুন্দর আবহাওয়ায় জমিয়ে একটা ঘুম দিলেও তো পারতে। প্রতি রাতে ওসব না করলে কি চলে না?
আমি হাসিমুখে বললাম, আজ ওসব করবো না। তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজবো।
শাহেদ মাথায় হাত দিয়ে বলল, মাথা খারাপ? কাল আমার অফিস আছে। ঠান্ডা লেগে গেলে ঘরে বসে কাটাতে হবে দিন।
আমি হাসিমুখেই বললাম, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে আমরা ভিজবোই।
বলে তার হাত ধরে টানতে টানতে ছাদের মাঝখানটায় নিয়ে আসলাম। সে কোনো সাড়া দিচ্ছে না দেখে আমি তাকে ছেড়ে নিজেই বৃষ্টির মাঝে হাত পা ছড়িয়ে নাচতে লাগলাম। আর সে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলো। প্রচন্ড অন্ধকার রাত হলেও শাহেদের ঘরের দরজা খোলা ছিল বলে ভেতরের আলো আসছিল ছাদে। আর তাতে সে আমাকে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছিল। বৃষ্টির পানিতে ভিজে আমার শাড়ি শরীরের সাথে লেপ্টে গিয়ে ভেতরের অবয়ব একেবারে ফুটে উঠছিল বাইরে। তাই দেখে শাহেদ দিশেহারা হয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমার ভেজা কোমরে হাত রাখলো। আর আমিও ওর মুখোমুখি হয়ে আকুল দৃষ্টিতে ওর চোখে চোখ রাখলাম। পরস্পর দৃষ্টি বিনিময়ে বাঁধনহারা হয়ে আমরা একে অপরের সিক্ত শরীরের মাঝে মিশে গেলাম। সমাজ, সংসারের কোনো ভয় যেনো আর রইলো না আমাদের ভেতর। আমাদের এই অপার্থিব মিলনের সাক্ষী হয়ে রইলো শুধু রিমঝিম বৃষ্টিধারা।
সমাপ্ত।
আমি মাথা নেড়ে বললাম, হুম। তুমি মেয়ে বলেই বুঝেছ। ছেলে হলে হয়তো এসব নিয়ে হাঙ্গামা বাধিয়ে ফেলতে।
সাথী - কিন্তু কাজটা কি ঠিক হচ্ছে? তোমার বিবেক কি বলে?
আমি - বিবেকের কথা জানি না। তবে আমার মন বলে এই সংসারটাকে টিকিয়ে রাখতে আমি যা করছি তাতে দোষের কিছু নেই। আর শোনো, সেতু যেনো কোনোভাবেই বিষয়টা বুঝতে না পারে। ওর বয়স অনেক কম তাই এটা হয়তো ওর মনের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে। আর শাহেদকেও কোনোভাবে বুঝতে দিও না যে তুমি বিষয়টা জানো। এসব বিষয় যত চেপে রাখা যায় ততই ভালো।
সাথী নীরবে মাথা নেড়ে সম্মতি জানালো।
সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছিল। এমন আবহাওয়ায় আমার মনটা আনচান করে উঠছিল। কখন রাত গভীর হবে আর শাহেদের কাছে যাবো সেই অপেক্ষা করছিলাম। রাত্রি বাড়ার সাথে সাথে বৃষ্টিও চলছিল সমানতালে। ঠিক সময়টিতে শাহেদের ঘরের দরজায় গিয়ে যখন দাঁড়ালাম তখন মনটা কেমন যেনো আনমনা হয়ে উঠলো। ভেতরে ঢুকে দেখলাম তিনি এই মনোরম পরিবেশে অলরেডি ঘুমিয়ে গেছেন। তাকে জাগিয়ে তুললাম। সে চোখ কচলে বলল, এতো সুন্দর আবহাওয়ায় জমিয়ে একটা ঘুম দিলেও তো পারতে। প্রতি রাতে ওসব না করলে কি চলে না?
আমি হাসিমুখে বললাম, আজ ওসব করবো না। তোমাকে নিয়ে বৃষ্টিতে ভিজবো।
শাহেদ মাথায় হাত দিয়ে বলল, মাথা খারাপ? কাল আমার অফিস আছে। ঠান্ডা লেগে গেলে ঘরে বসে কাটাতে হবে দিন।
আমি হাসিমুখেই বললাম, কালকেরটা কালকে দেখা যাবে। আজকে আমরা ভিজবোই।
বলে তার হাত ধরে টানতে টানতে ছাদের মাঝখানটায় নিয়ে আসলাম। সে কোনো সাড়া দিচ্ছে না দেখে আমি তাকে ছেড়ে নিজেই বৃষ্টির মাঝে হাত পা ছড়িয়ে নাচতে লাগলাম। আর সে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলো। প্রচন্ড অন্ধকার রাত হলেও শাহেদের ঘরের দরজা খোলা ছিল বলে ভেতরের আলো আসছিল ছাদে। আর তাতে সে আমাকে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছিল। বৃষ্টির পানিতে ভিজে আমার শাড়ি শরীরের সাথে লেপ্টে গিয়ে ভেতরের অবয়ব একেবারে ফুটে উঠছিল বাইরে। তাই দেখে শাহেদ দিশেহারা হয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমার ভেজা কোমরে হাত রাখলো। আর আমিও ওর মুখোমুখি হয়ে আকুল দৃষ্টিতে ওর চোখে চোখ রাখলাম। পরস্পর দৃষ্টি বিনিময়ে বাঁধনহারা হয়ে আমরা একে অপরের সিক্ত শরীরের মাঝে মিশে গেলাম। সমাজ, সংসারের কোনো ভয় যেনো আর রইলো না আমাদের ভেতর। আমাদের এই অপার্থিব মিলনের সাক্ষী হয়ে রইলো শুধু রিমঝিম বৃষ্টিধারা।
সমাপ্ত।