10-06-2024, 12:53 PM
(10-06-2024, 12:06 PM)dgrahul Wrote: "উহঃ …. আমাকে একটু বিশ্রাম নিতে দে , ….. উফফ …. ভীষণ তীব্র ছিল ….. কি বলবো তোকে, উম… তোকে দশ এর মধ্যে এগারো দিলাম তোর এতো সুন্দর প্রচেষ্টার জন্য …. " আমি হাঁপাতে হাঁপাতে বললাম।
রঞ্জু আমার কথা শুনে হাঁসলো আর আমার গালে একটা সুন্দর চুমু খেলো। আমাকে যতটা সম্ভব সাহায্য করলো পরিষ্কার হতে, আর তারপর বললো, "এবার মনে হয় আমাদের দুজনারই একঘেয়েমিতা কেটে গিয়েছে, এবার আবার আমরা পড়াশুনায় মনোযোগ দিতে পারবো। জামা টা ছেড়ে রেখে দে, আমি এক ফাঁকে ধুয়ে দেবো।"
আমরা তারপর লাইব্রেরি ঘরটির থেকে বেরিয়ে, যে যার ঘরে ঢুকে গেলাম।
*********
দারুণ। তবে সংলাপে কথ্য ভাষা ব্যবহার করুন। "প্রচেষ্টা" ইত্যাদি লিখিত ভাষা। আমরা সচরাচর কথায় ব্যবহার করিনা।