08-06-2024, 03:58 PM
(07-06-2024, 02:38 PM)বহুরূপী Wrote: পর্ব ১৪চুরির ঘটনাটা একেবারে বেমক্কা এল। গল্পে এরও কোনও ভূমিকা আছে কি? নয়নতারার মার হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়াওটাও খুবই শিশুসুলভ
– হারামজাদা রাতে কোথায় থাকিস! এদিকে এতবড় সর্বনাশ হয়ে গেল আর উনি বলছেন কিছুই জানিনে!নচ্ছার, পাজী, গাঁজা.....
খুব ভোরে মিনতী দেবীর চেঁচামেচিতে হেমলতার ঘুম ছুটিয়া গেল। কক্ষের ভেতর হইতেই সে শুনিতে পাইলো, তাহার মাতা দেবুদাকে যা তা বলিয়া গালিগালাজ করেতেছে। ইহাতে সে বড় আশ্চর্য হইল। সে এইখানে আসিয়া অবধি এই নিরিহ ও শান্তিপূর্ণ লোকটিকে দেখিয়া অনেক বার ভাবিয়াছে,উহাকে কেউ কটুক্তি করিয়া কিছু বলিতে পারিবে না।