07-06-2024, 07:38 AM
(This post was last modified: 25-06-2024, 12:05 PM by মাগিখোর. Edited 4 times in total. Edited 4 times in total.)
(From previous)
এখনো নিশ্চয়ই বাইরে ঘুরঘুর করছে। আমি ঘরে আছি বলে ঢুকছে না। নাহলে, এতক্ষণ ঘরে ঢুকে মা-য়ের পা টিপতে বসে যেতো।)
- - তাতে একটা সমস্যা আছে। আমি তো, খুব বেশী হলে সপ্তাহে একদিন। তার চেয়ে এখানকার কেউ হলে ভালো। দিনে-রাতে যখন খুশি খেতে পারবে। কেউ আছে নাকি তোমার পছন্দের।
- - আমার পছন্দের কে আর থাকবে? সবই তো এখানকার লোকজন। কে, কাকে, কখন বলে দেবে।
- - তাহলে উপায়? — মা-য়ের পেটে হাত বোলাতে বোলাতে বলি।
- - আমার সেবা করার মতো এক লালু আছে। ওকেই মাঝেমধ্যে বলি একটু হাতে-পায়ে তেল দিয়ে দিতে। সেতো বাচ্ছা ছেলে!
- - বাচ্ছা! বাচ্ছা মানে? বয়েস কতো?
- - জানিনা বাপু! আমি কি ওর নাড়ি কেটেছি নাকি? ঝাড়খণ্ডে বাড়ি। ভিক্ষে করতে করতে বর্ধমানে আমাদের বাড়িতে যখন এসে পৌঁছেছিল, তখন আর কতো বয়েস হবে? দশ/বার/পনেরো জানিনা বাপু। সে আজ পাঁচ/ছ বছর আগের কথা। তবে হ্যাঁ, ভালোমন্দ খেয়ে গতরে জোর হয়েছে। তবে হাত-পা গুলো কাঠিসার।
এখনো নিশ্চয়ই বাইরে ঘুরঘুর করছে। আমি ঘরে আছি বলে ঢুকছে না। নাহলে, এতক্ষণ ঘরে ঢুকে মা-য়ের পা টিপতে বসে যেতো।)
- - একবার ডাকো বা। দেখি কতটা বড় হয়েছে।
- - লালু, এই লালু! ঘরে আয়। দাদাবাবু ডাকছে!
- - কি রে লালু? এতক্ষণ কোথায় ছিলিস। মা-কে মালিশ করতে হবে না?
- - দাদাবাবু, আমি তো দরজার বাইরেই দাঁড়িয়ে আছি মাইজি কখুন ডাকবে বলে। দরজাটা বন্ধ ছিলো। হামি ভাবলাম আপুনি কোন জরুরি বাত করছেন।
- - এদিকে আয়। এই ক্রিমটা দেখছিস, এটা এক সাধু বাবা দিয়েছে। এটা দিয়ে মাইজিকে নাঙ্গা মালিশ করতে হবে। কিন্তু, কোই জানানা করলে হবে না। অব আদমি কাঁহা সে মিলে? তু কর সকে তো আচ্ছা হোগা।
তু পারবি মাইজিকে নাঙ্গা মালিশ করতে
✪✪✪✪✪✪