Thread Rating:
  • 18 Vote(s) - 2.61 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Changed Life (বদলে যাওয়া জীবন)
#6
(#০২)

রমা কাজ করছে এই এক মাস, ও দেখেছে যে মৈনাক ছেলেটা বেশ সুন্দর দেখতে।
রমার বাড়ি উলটোডাঙার কাছের এক বস্তি তে। ও জেনেছে মৈনাক একটা বড় কোম্পানি তে চাকরি করে, শুনেছে ও চ্যাটার আকাউন না কি বলে সেই, বেশ ভাল রোজগার। এত বড় ফ্ল্যাট কিনেছে, নতুন গাড়ি বুক করেছে। সেই তুলনায় কাকলি বোকা সোকা ভাল মানুষ গোছের। রমা কে ওর প্রাণের বান্ধব গিতা কে সি কথা বলছিন আগের দিনে। গিতা বলে-
- শোন, দেখ না কিছু উপরি রোজগার করতে পারিস কি না।
- আমিও ভাবছি... দেখি।
সুযোগ টা এভাবে
এত তাড়াতাড়ি এসে যাবে রমা ভাবেনি।
সেদিন শনিবার সকালে কাজে যেতেই দেখে কাকলি কান্না কাটি করছে, ও জানতে পারে নীল এর কাছে যে কাকলির মায়ের শরীর খারাপ, হাসপাতালে
ভর্তি। মৈনাক নিয়ে যাবে ওকে বাপের বাড়ি, সেখান থেকে অফিস যাবে ভেবেছিল কিন্তু ওর ছুটি নেবার উপায় নেই। তাছাড়া শনিবার হলেও পুরো অফিস করতে হচ্ছে। মৈনাক এর বুক করা গাড়ি টা ডেলিভারি দিতে দেরি আছে, তাই ভিকি কে ফোন করে একটা গাড়ি দিয়ে কাকলি কে পাঠানোর জন্য। ভিকিদের অনেক গুলো গাড়ি, ভিকি একটা গাড়ি আর ওর ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেয় ওদের বাড়ি। কাকলি ড্রাইভার এর সাথে এক রাশ উৎকণ্ঠা নিয়ে বেড়িয়ে পরে দু-পিস পাউরুটি মুখে কোন প্রকারে গুঁজে। মৈনাক সাথেই যায় কিছুটা, তারপর নীল কে নিয়ে ওর বনের বাড়ি রেখে অফিস যাবে ঠিক করে, মৈনাক এর বোন সুমনা নীল কে রাখবে বলেছে শুনে।  
কাকলি যাবার আগে রমা কে বলে যায় সন্ধ্যে বেলায় এসে রান্না করে দিতে আর মৈনাক কে দেখতে যত দিন না সব কিছু স্বাভাবিক হয়। কিছুদিন একটু সামলে দেবার অনুরোধ করে রমাকে। বুদ্ধিমতী রমা তো প্রস্তাব লুফে নেয়, কারন ইদানিং ওর সাথে মৈনাক এর ঝাড়ি বেশ চলছে, ও ই সুযোগ দিচ্ছে। মুচকি হাসি, একটু কথার ঠ্যালা ঠেলি বা ইচ্ছে করে গায়ে গা ঠেকানো, এই সব করে খেলিয়ে দেখতে চাইছে মৈনাক ওর ফাঁদে পড়ে কিনা। ওরা বেরিয়ে যায় সকাল সকাল, রমা চাবি দিয়ে অন্য কাজে যায়। চাবি টা ওকে কাকলি দিয়েছে, ওর নিজের টা, অন্যটা মৈনাক এর কাছে থাকবে, চাবিটা হাতে নিয়ে মুঠোয় ভরে হালকা হাসে, ভাবছে বাকি কাজ গুলো ছেড়ে দেবে এখানে একটা ব্যবস্থা হলে। এই চাবি আর ও ফেরাবে না, মনে মনে ঠিক করে নেয় রমা। কাকলি বলে দিয়ে যায় যে মৈনাক ওকে ফোন করবে কখন আসবে, তার আগে ও চলে আসবে। চাবিটা আঁচলে বেঁধে মনে মনে বলে, ‘এই শুরু’।
 
নীল আর মৈনাক বাস স্ট্যান্ড এ নেমে গেলে ও একা পিছনে, সামনে ভিকিদের ড্রাইভার, নাম সুজয়। রাস্তায় দাদা’র ফোন আসে, জানতে পারে, ওর মা আপাতত স্থিতিশীল অবস্থায়, মন টা একটু স্থির হয় কাকলির। তবে দুশ্চিন্তা পিছু ছাড়ে না। সেরিব্রাল বলেছে ওর দাদা, হটাত মোবাইল এ ম্যাসেজ ঢোকে অচেনা নাম্বার থেকে, মৈনাক কে বলে ভিকি ওকে ম্যাসেজ করেছে, কাজ সেরে হাস্পাতালে পারলে চলে আসবে। মৈনাক বলেছিল ওকে যে ও ভিকিকে কাকলির নাম্বার দিয়েছে আর একটু হেল্প ও করতে বলেছে। কাকলির অস্বস্তি লাগে। কাকলি শুনেছে যে ভিকি আসবে কাজ সেরে, আর ওর সাথে থাকবে হাস্পাতালে যত ক্ষণ না বিপদ কাটে। মৈনাক সব খবর নিয়ে কাজ ডুবে যায়, ও খুব ভালো অফিসার, অফিসে খুব সুনাম
বিকাল চারটের সময় কাজ হালকা হয় মৈনাক এর, কাকলির কাছ থেকে শাশুরির খবর নিয়ে জেনে যায় ভিকি যাচ্ছে, ওকে ফোন করে ছিল। ওর মনে পরে আজ রমা একা থাকবে বাড়িতে। মনে হতেই ওর শরীর এর মধ্যে এক অন্য রকম প্রতিক্রিয়া হতে শুরু করে যা আগে কোন দিন অনুভব করেনি। ইদানীং ওর সাথে রমার একটু চোখের খেলা হচ্ছে এবং মৈনাক সেটা বেশ উপভোগ করছে। মৈনাক নিজে এই বিভাগের বস, সুতরাং ওর ইচ্ছে হলেই যেতে পারে বাড়ি। পরদিন রবিবার ছুটি, শাশুড়ি কে একবার দেখে যেতেই হয়। এই কদিন কাজ করে অনেক টা এগিয়ে রেখেছে। ওর মনে অন্য চিন্তা এসে জমাট বাঁধে। রমা মাঝারি গড়নের বাদামী শরীর টা ওকে ইদানিং বেশ আকর্ষণ করছে, যা কাকলির থেকেও ওর কাছে ইদানীং বেশি আকর্ষণীয় লাগছে।
ও তাই চায় কাকলি কে ভিকির সাথে মেলা মেশা করতে দিতে, যাতে ও বাড়িতে রমা কে ফাঁকা পায়। ওর এই সাইত্রিশ বছর বয়েস এ নতুন করে যৌবন আসে। ও রমার নাম্বারে ফোন একটু ভেবে চিন্তে করে... রমা তো অপেক্ষায় ছিল
- হ্যাঁ... বলুন দাদা।
- কে রমা?
- হ্যাঁ দাদা, আমি তো ভাবছিলাম কখন ফোন করবেন
- ও তাই? আমিও ভাবছিলাম তোমাকে ফোন করার কথা কিন্তু সময় পাচ্ছিলাম না
- জানি তো। আপনি আমাকে ফোন করবেন। বলুন। কখন আসছেন?
- আস্তে ৬টা বাজবে, শরীর টা আজ ঠিক নেই...তাই তারাতারি আসব।
- এমা সেকি? কি হয়েছে? উদ্বেগ দেখায় রমা
নেকামির ঢঙে
- না, সেরকম কিছু না, মাথা টা একটু ধরেছে।
- টিফিন করেছেন তো? কি খেলেন?

- আজ রুটি তরকারি কিনে আনালাম।
- ইস। ওই জন্যে হয়েছে। গ্যাস অম্বল হয়েছে মনে হয়। রমার কথার মেকি উদ্বেগ চিনতে পারে না মৈনাক।
- আরে না না, ওসব ভেবনা... তুমি কি করছ?
- এই শুয়ে আছি। আপনার কথা শুনে চিন্তা হচ্ছে।
আমি যাওয়ার সময় ইনো কিনে নিয়ে যাব। সারা রাত একা থাকবেন, ইস।
- আরে চিন্তা করোনা, কোথায় শুয়ে তুমি?
-
আমার বিছানায়, আবার কোথায়? হি হি… তবে কি আপনার বিছানায়? হি হি হি হি...
- কেন, আমার বিছানায় শুতে বললে আসবে না?
- ইস... আমার সে সৌভাগ্য! রমা খেলায়। মৈনাক আর এগনো সমীচীন নয় মনে করে সাহস দেখায় না।
হাসির ফুলঝুরি ছোটায় রমা, মৈনাক এর মন নেচে ওঠে। সাহস করে বলে
-
- তাড়াতাড়ি চলে এসো, আমি বের হচ্ছি। কি পরে আসবে?
- আপনি যেমন বলবেন
- যেমন বলব তেমন ই সাজবে?
- হ্যাঁ... এখন আপনার দিন
- আমার দিন মানে?
- মানে মানে... আপনি বুঝে নিন। বোকা না কি?
আমি আর আপনি একা একা বাড়িতে... ওর চাবি খো যায়ে...হে হে ... চাবি টা এক্ষণ আমার ই কাছে। বৌদি দিয়ে গেছে।
- যাহ, আমি এত বুঝিনা রমা।
- আপনি কি করছেন? কাজ রাখুন। এখুনি চলে আসুন, ইস বেচারা শরীর খারাপ, আহা গো।
-
আসছি, একটু কাজ করছি, আসছি একটু পরেই।
মৈনাক এর মন দুলে ওঠে। ও বলে
- তাহলে তুমি চলে এসো তারাতারি, আমি ৫ মিনিট বাদে বের হব।
লাল শাড়ি ব্লাউজ পড়ে আসবে।
- ঠিক আছে্, আমি আসছি। রমা ভাবে, আজ কিভাবে দখল করবে মৈনাক কে।
মৈনাক অফিসে
বস কে বলে বেরিয়ে পরে। কাকলি কে ফোন করে শাশুড়ির আর নীলের খবর নেয়। কাকলি কে জানিয়ে দেয় ও কাজে একটু বাইরে আছে। কাকলির ও সব এ মাথা ব্যাথা নেই, সে হাসপাতালের অপেক্ষা করছে। জানায় যে ভিকি আসছে ওখানে। কাকলি বলে রাত্রে সব জানাবে কেমন থাকে ওর মা।
মৈনাক ঈ বাস ধরে বাড়ি ফেরে।
এসে দেখে রমা এসে গেছে, দরজা ভেতর থেকে বন্ধ করা।
দরজায় বেল দিতেই
সাথে সাথে খুলে দেয় রমা। ওর চোখ আটকে যায় রমা কে দেখে। দারুন লাগছে ওকে।
[+] 2 users Like Sreerupamitra's post
Like Reply


Messages In This Thread
RE: Changed Life (বদলে যাওয়া জীবন) - by Sreerupamitra - 05-06-2024, 09:25 PM



Users browsing this thread: 2 Guest(s)