05-06-2024, 09:11 PM
(This post was last modified: 05-06-2024, 09:20 PM by মাগিখোর. Edited 1 time in total. Edited 1 time in total.)
সমুদ্রটা কি বিশাল বড়। কত জল, বড় বড় ঢেউ উঠছে।
বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা জলের কাছে গেলাম। আমার তো প্রথম খুব ভয় লাগছিল। কাকা জোর করে আমাকে জলের মধ্যে নিয়ে গেল, বলল,
- - এখন একটু পা ভিজিয়ে নে। পরে দুপুরবেলা এসে সমুদ্রে চান করবো।
মা ইশারায় আমাদের ডাকলো। কাছে গিয়ে দেখি, কালকে রাতের খাবারের প্যাকেট বের করেছে।
তিনকোনা দু'পিস পাঁউরুটির মাঝখানে, চকলেটের মতো কি যেন দেওয়া।
ভালো আছে কিনা দেখার জন্য আগে একটুখানি ভেঙে নিজের মুখে দিলো মা। তারপরে বাকিটা আমার হাতে দিয়ে বলল,
- - খেয়ে নে খুব ভালো খেতে।
- - এটাকে বলে চিকেন স্যান্ডউইচ। আরেকটা তো আছে, তুমিও খেয়ে নাও,
- - নাঃ! আমি খাব না, বাবু পরে খাবে। আমি তো বাবুর থেকে একটু ভেঙে খেয়েছি।
- - তাহলে, আমার থেকে এক কামড় খাও। – বলে, এঁটো স্যান্ডউইচটা মায়ের দিকে এগিয়ে দিলো।
তারপর কি যেন একটা ইশারা করে বলল,
- - আর খাবো না। এবার তুমি খেয়ে নাও।
- - এটা এখন প্রসাদ হয়ে গেছে। তোমাকে আর দিচ্ছি না। আমি একাই খাব। – হাসতে হাসতে বললো কাকা।
বড়রা মাঝেমধ্যেই কি যে বলে না, বুঝিনা গো।
ঠাকুরের সামনে মা যখন বাতাসা দেয়, সেটাই তো পরে প্রসাদ হয়ে যায়। এঁটো স্যান্ডউইচ কি করে প্রসাদ হলো? যাকগে, বড়দের ব্যাপার বড়রাই বুঝুক।
✪✪✪✪✪✪
05/06/2024/\21:16
1,662