05-06-2024, 09:06 PM
বাসটা একটা বড় নদীর উপরের ব্রিজ পেরিয়ে গেল। কাকা আমাকে ডেকে বলল,
কতক্ষণ ঘুমিয়েছি জানিনা। বাসের মধ্যে কোন ঝাঁকুনি ছিল না; হঠাৎ, কেমন একটা ঝাঁকুনিতে, আমার ঘুমের চটকাটা ভেঙে গেল। খুব হালকা আওয়াজে মা-য়ের গলা পেলাম,
- আঃ মনু! কি করছো কি? বাবুর ঘুম ভেঙে যাবে তো?
- তুমিই তো শয়তানি করছো! বোতামগুলো খুলে দিলেই তো হয়। আর কাপড়টাও তো একটু তুলে দিতে পারো। – কাকার হালকা আওয়াজ পেলাম,
মা দেখি, পায়ের কাছ থেকে, পাতলা চাদরের মত কি একটা টেনে, আমাদের গলা অবধি ঢেকে দিল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম।
সকাল হয়ে গেছে। মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো। আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। মা, আমাকে নিয়ে বাস থেজে নামলো।
অনেক বাস দাঁড়িয়ে আছে। কোন কোনটা, আমাদের বাসের মতো, সারারাত জার্নি করে দীঘায় ঢুকলো। আবার কয়েকটা বাস সকালবেলায় দীঘা ছেড়ে চলে যাচ্ছে।
একটা বড় ঘরের মতো জায়গায়, মা আমাকে নিয়ে গেল। মায়ের কাঁধে, নিজের ব্যাগটা ছাড়াও কাকার ব্যাগটা ঝুলছে। কাকা পেছন পেছন আমাদের স্যুটকেসটা নিয়ে আসছে।
এটা নাকি বাসের স্টেশন। পায়খানা বাথরুম সব আছে। পয়সা দিয়ে যেতে হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই এক এক করে ফ্রেশ হয়ে নিলাম। মা বললো,
আমাদের বড় ব্যাগ আর কাকার ব্যাগটা; ঘরে রাখতে দিলো। মায়ের ব্যাগটা নিয়ে, আমরা সমুদ্রের ধারে চলে গেলাম। দশটার পরে এলে, ঘরটা আমাদের ব্যবহার করার জন্য খুলে দেবে।
- - এটা গঙ্গা নদী পার হল। এই ব্রিজটার নাম বিদ্যাসাগর সেতু।
- - এই জায়গাটাকে বলে ধূলাগড়। এখানে বাসের টিকিট কাটা হবে।
কতক্ষণ ঘুমিয়েছি জানিনা। বাসের মধ্যে কোন ঝাঁকুনি ছিল না; হঠাৎ, কেমন একটা ঝাঁকুনিতে, আমার ঘুমের চটকাটা ভেঙে গেল। খুব হালকা আওয়াজে মা-য়ের গলা পেলাম,
- আঃ মনু! কি করছো কি? বাবুর ঘুম ভেঙে যাবে তো?
- তুমিই তো শয়তানি করছো! বোতামগুলো খুলে দিলেই তো হয়। আর কাপড়টাও তো একটু তুলে দিতে পারো। – কাকার হালকা আওয়াজ পেলাম,
ঘুমের ঘোরে, কাপড় না চাদর, কি বললো; আমি ঠিক বুঝতে পারলাম না।
মা দেখি, পায়ের কাছ থেকে, পাতলা চাদরের মত কি একটা টেনে, আমাদের গলা অবধি ঢেকে দিল। আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম।
তবে, আমার পিঠ আর মা-য়ের বুকের মাঝখানে যে কাকার হাত রয়েছে; সেটা বুঝতে পারলাম।
সকাল হয়ে গেছে। মায়ের ডাকে আমার ঘুম ভাঙলো। আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। মা, আমাকে নিয়ে বাস থেজে নামলো।
অনেক বাস দাঁড়িয়ে আছে। কোন কোনটা, আমাদের বাসের মতো, সারারাত জার্নি করে দীঘায় ঢুকলো। আবার কয়েকটা বাস সকালবেলায় দীঘা ছেড়ে চলে যাচ্ছে।
একটা বড় ঘরের মতো জায়গায়, মা আমাকে নিয়ে গেল। মায়ের কাঁধে, নিজের ব্যাগটা ছাড়াও কাকার ব্যাগটা ঝুলছে। কাকা পেছন পেছন আমাদের স্যুটকেসটা নিয়ে আসছে।
এটা নাকি বাসের স্টেশন। পায়খানা বাথরুম সব আছে। পয়সা দিয়ে যেতে হয়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সবাই এক এক করে ফ্রেশ হয়ে নিলাম। মা বললো,
- - এখন আমরা সমুদ্রের ধারে যাবো। দশটার আগে, হোটেলে ঘর পাওয়া যাবে না।
বারান্দা থেকে সমুদ্র দেখা যাচ্ছে।
আমাদের বড় ব্যাগ আর কাকার ব্যাগটা; ঘরে রাখতে দিলো। মায়ের ব্যাগটা নিয়ে, আমরা সমুদ্রের ধারে চলে গেলাম। দশটার পরে এলে, ঘরটা আমাদের ব্যবহার করার জন্য খুলে দেবে।
✪✪✪✪✪✪
মাগিখোরের খাতা, পড়ে আসুন
Register for like & comment//অনুগ্রহ করে স্টার রেটিং দিয়ে দেবেন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।