05-06-2024, 08:05 PM
(01-06-2024, 09:51 AM)মাগিখোর Wrote:ধন্যবাদ। ভালো আছেন তো। রেটিং কমে যাচ্ছে, একটু রেটিং দিয়ে দেবেন।
প্রথম কথা, আপনি please আমাকে আপনি-আপনি করবেন না; আপনি আমার থেকে বয়সে অনেক বড়ো, আমি আপনার 'আপনি'র জায়গায় এখনও পৌঁছাতে পারিনি।
রেটিং একবারই দেওয়া সম্ভব, আর সেটা কোনো একটা particular thread-কেই দেওয়া হয়ে থাকে। যে thread-গুলোকে আমার ঠিকঠাক লাগে, সে সবগুলোকেই 5 Star rate করে থাকি, hardly কোনো thread রয়েছে যেগুলোকে 4 Star rate করেছি। আর যেগুলো ভালো লাগে না বা মনের মতো হয়নি তাদের কোনো rate করিনি - 0 rating মানে কোনো rate না করাটা যে কোনো সময় 1 rating থেকে ভালো, এতে rating কমে যায় না। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে কারো কোনো লেখাকে, সে যে কেউ হোক না কেন, 1 rate দেওয়া মানে তার পরিশ্রমকে অপমান করা; যেখানে দুটো line লিখতে গেলেও ভাবতে হয় পরিশ্রম করতে হয় সেখানে অন্যকে এভাবে অপমান করা সাজে না।
হ্যাঁ, যেটা দেওয়া সম্ভব সেটা হচ্ছে repu points। এখন সমস্যাটা হচ্ছে repu points এর উপর cap রয়েছে - একসঙ্গে সর্বোচ্চ পাঁচটি repu points আপনার কাছে থাকতে পারে, আর একটা repu point redeem হতে ২৪ ঘন্টা লাগে; বা ঘুরিয়ে বলতে পারেন ২৪ ঘন্টায় আপনি সর্বোচ্চ 5 টি post কে (নিজের ছাড়া) repu points দিতে পারেন। অনেক সময়ই সব ভালো লাগা নতুন লেখাকে repu points দিতে পারি না, ওই দিনকার মতো repu points শেষ হয়ে যাওয়ার জন্য; তখন পরবর্তীতে এসে দিয়ে দেওয়ার চেষ্টা করি।
আচ্ছা, একটা বানান আমার ভুল ঠেকছে - 'সুচিস্মিতা'। আমি যতোটা জানি বানানটা 'শুচিস্মিতা', মানে যে নারী যার হাসিটা 'শুচি' মানে পবিত্র। 'সুচি' কোনো অর্থবহ শব্দ হয় না।
আমি ভালো আছি। আপনার শরীর ঠিক আছে?
খুব সুন্দর হচ্ছে। চালিয়ে যান।