05-06-2024, 11:35 AM
- - বৌদি দীঘা বেড়াতে যাবে।
- - যেতে পারলে তো ভালই হতো। বাবুরও পরীক্ষা হয়ে গেছে। কে নিয়ে নিয়ে যাবে আমাদের? তোমার দাদার কথা তো জানোই। জীবনে রসকষ আছে লোকটার। সে নাকি আবার দীঘা নিয়ে যাচ্ছে আমাকে।
- - না না, দাদাই আমাকে বলেছে তোমাদের নিয়ে যেতে। আমি, তুমি আর বাবু তিনজনে মিলে দীঘায় যাব। দাদা টাকাও দিয়ে দিয়েছে।
- - কি বলছ কি ঠাকুরপো? এ তো ভূতের মুখে রাম নাম!!
- - ও রকম করে বলো না তো! কারখানার কাজে দাদা সময় পায় না; তাই তোমাকে সময় দিতে পারে না। দাদা তোমাকে খুব ভালোবাসে।
- - হুঁ! তোমার দাদার ভালোবাসা, ***মানের মুরগি পোষা। দিনের বেলা নেই নেই। রাতের বেলা চাই চাই। এটাই তো তোমার দাদার ভালোবাসা।
কাকা, আমাদের এখানে থেকেই পড়াশোনা করেছে। এখন চাকরি পেয়ে, আমাদের সঙ্গেই থাকে। মায়ের সাথে খুব ভাব।
আসলে, বাবার সঙ্গে মায়ের বয়সে তফাৎ অনেকটাই বেশি। ১৫-১৬ বছর তো হবেই। যার জন্য, বাবা একটু দূরে দূরেই থাকে। সংসারের টাকা-পয়সা মায়ের হাতে দিয়েই খালাস। মা এই মামাতো দেওরের সাহায্য নিয়েই সংসার চালায়।
ছুটির দিনগুলোতে, বাবা মাঝে মাঝে মাছ ধরতে যায়। সকালবেলা বেরিয়ে গেলে, সেই সন্ধ্যের আগে বাড়ি ফিরে না। কাকাকে দেখেছি, দুপুরবেলা মা যখন আমাকে ঘুম পাড়াতে আসে, তখন এসে মায়ের পাশে শুয়ে পড়ে। গুজগুজ করে অনেক কথা বলে, আমি তার কিছুই বুঝিনা। তখন কত আর বয়স হবে আমার, ক্লাস ফাইভে পড়ি।
কদিন আলোচনা করার পর ঠিক হলো, আমরা মঙ্গলবার দিন, বাবুঘাট থেকে, রাতের বাসে যাবো। একদম সক্কালবেলা আমাদের দীঘা পৌঁছে দেবে। বুধবার আর বৃহস্পতিবার, দু'দিন থাকবো। আবার শুক্রবার দিন বাসে করে ফিরে আসবো।
সপ্তাহের মাঝখানে যাবো, তার দুটো কারণ আছে। এক তো ছুটির দিনগুলোতে, দীঘাতে হোটেল ভাড়া বেশি হয়। আর এই কদিন বাবা কারখানায় ওভারটাইম করবে আর দু'বেলাই ক্যান্টিনে খেয়ে নেবে।
কাকা নাকি আমাদের জন্য, এসি বাসের টিকিট কেটেছে। আবার স্লিপার বাস। আমরা তিনজনে, শুয়ে পড়লেই, একঘুমে দীঘা পৌঁছে যাবো। বাবাকে অবশ্য বলতে বারণ করেছে।
✪✪✪✪✪✪
05/06/2023/\11:35
905
মাগিখোরের খাতা, পড়ে আসুন
Register for like & comment//অনুগ্রহ করে স্টার রেটিং দিয়ে দেবেন।
গঠনমূলক মন্তব্য আমার অনুপ্রেরণা।