03-06-2024, 10:03 PM
দেরিতে হলেও দাদাকে স্বাগতম নতুন গল্প নিয়ে ফিরে আসার জন্যে। শেষ উপন্যাসে আপনার সাথে যেটা ঘটেছিল সেটা ছিল অনাকাঙ্ক্ষিত যা আমরা ভক্ত সমর্থকরা আশা করিনি। দাদার দেরি দেখে ভেবেছিলাম তিনি হয়তো আর এই সাইটে ফিরবেন না। আর ঐ ঘটনার কারণে যে তার উপন্যাসের উপর যে বড় প্রভাব পড়েছিলো সেটা বলতেই হবে। ফলে তিনি উপন্যাসের বাকি অংশটুকু অনেক সঃক্ষিপ্ত আকারে শেষ করেছেন। জানিনা ঠিক একই প্রভাব এই উপন্যাস রচনার ক্ষেত্রে ও পড়েছে কিনা। কারণ সচরাচর দাদা বিরাট পরিসরে তার উপন্যাস গুলো করেছেন তার সাথে এটার কোন মিল নেই। জানিনা দাদাকে কি বয়সে ধরলো নাকি ঐ ঘটনার কারণে তার মধ্যে নিস্পৃহ ভাব এলো সেটা তিনি জানালেন খুশি হবো। তাছাড়া এবারের গল্পে চরিত্রগুলো কথোপকথন খুবই সঃক্ষিপ্ত এবং টাইপের মান কিছুটা খারাপ যে কারণে অনেক লাইন ঠিক মত বুঝতে পারেনি। আশা করবো দাদা বিষয়টি খোলাসা করবেন। সেই সাথে দাদার প্রতি একটা নিবেদন থাকবে এর পরবর্তী উপন্যাসের জন্য। পৌরাণিক কাহিনী নিয়ে উপন্যাস চাই দাদা আপনার কাছ থেকে। অথবা তন্ত্র সাধনা নিয়ে হরর টাইপের লিখতে পারেন। হরর ইরোটিক উপন্যাস বাংলা সাহিত্যে তেমন নেই। এখানে বাবান ও নাগচম্পা কিছুটা চেষ্টা করেছেন কিন্তু সত্যিকারের ভৌতিক গল্প সে রকম পেলাম না। ইরোটিক সাহিত্যে আপনি হলেন বাঃলা সাহিত্যের গুরু। ভারতনাট্যম নিয়ে আপনার ছোট্ট গল্পটি ছিল অসাধারণ। তাই ঐ গল্পের প্রেরনা থেকে আপনার প্রতি এই নিবেদন। আপনার সব কয়টি উপন্যাস ই পড়ার মতো। কিন্তু এক্ষেত্রে একটি সীমাবদ্ধতা ও আপনার আছে। তাহলো এই উপন্যাস গুলোর প্যাটার্ন প্রায় এক। সব সময় নায়ককে কলুষিত করে নায়িকাকে দিয়ে তাকে শুদ্ধ করেন। ভবিষ্যতে না হয় এর উল্টোটাই লিখলেন। কারণ একই ধরণের রচনায় প্রতি এক ধরনের একঘেয়েমিতা জন্যে। আশা করি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন। ভালো থাকুন আর পাঠকদের আপনার সৃজনশীল লেখনীর মাধ্যমে আনন্দ দান করুন এই প্রত্যাশা থাকলো।