30-05-2024, 12:48 PM
(27-05-2024, 05:03 PM)বহুরূপী Wrote: পর্ব ১২
মোটামুটি মাঝ রাত্রিতে সঞ্জয়ের ঘুম ভাঙ্গলো।সে মেঝেতে শুইয়া ছিল,এখন ঘুম ভাঙ্গিয়া উঠিয়া বসিলো। কি মনে হইতেই একবার খাটে শয়নরত নয়নতারা পানে মুখ ফিরাইয়া দেখিলো। বোধকরি না দেখিলেই ভালো ছিল। গভীর ঘুমে আছন্ন অসতর্ক রমনী।এমনতর অবস্থায় খোলা জানালার গরাদের ফাঁক গলিয়া চাঁদের আলো রমনীর সর্বাঙ্গে মায়া ছড়াইয়া সঞ্জয়কে কাছে টানিতেছে। সেই প্রবল টানে সঞ্জয় উঠিলো,কাছে গেল,নয়নতারার মাথার পাশে বসিয়া ডান হস্তে ওষ্ঠের নিকটে হইতে কিছু অবাধ্য চুল কানের পেছনে গুজিয়া দিয়ে সে উঠিলো। কিছু মুহূর্ত ঘরে পায়চারী করিরা আবার আগের স্থানেই বসিলো।এবং নয়নতারার চুলে অঙ্গুলি ডুবাইয়া,মনে মনে বিধাতার নিকট বলিলো,নয়নতারার ঘুম ভাঙ্গাইয়া এই মায়ার বাঁধন হইতে মুক্তি দিতে,নচেৎ কামনার বশবর্তী হইয়া সে যাহা করিবে.....উঁহু্ঃ এই পর্ব তা হচ্ছে না,প্রশ্ন থাকছে গল্প চলবে কি না?
লেখকপ্রবর, আপনি এমন ডিটেলে এই দৃশ্যটি রচনা করিয়াছেন যে পাঠ করিয়া চমৎকৃত হইলাম। তবে প্রশ্ন হইল যে উহারা কি ঘরে বাতি জ্বালাইয়া শয়ন করিয়াছিল? নচেৎ কেবল চন্দ্রালোকে সঞ্জয় তাহার ভ্রাতৃবঁধুর স্খলিত চূর্ণ কুন্তলের যে রূপ দেখিতে পাইল, তাহা কি সম্ভবপর?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)