30-05-2024, 12:32 AM
(29-05-2024, 12:35 PM)Godhuli Alo Wrote: **উতলা হৃদয়**
কিন্তু এসব আফসোস জিইয়ে রাখলে তো আর জীবন চলে না। ওর বাবার অসহায়ত্ব, ছেলের পড়াশোনা ছেড়ে অসময়ে ছোট একটা চাকরিতে ঢোকা, মেয়ে দুটোর করুণ মুখ সবকিছুকে মেনে নিয়ে আমি নীরবে সংসার সামলে যেতে লাগলাম। কিন্তু চারপাশের সমস্ত অপ্রত্যাশিত পরিস্থিতি যখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো তখনই নিজের শরীরের চাহিদাটা জেগে উঠলো আমার। দীর্ঘদিন স্বামী বিছানায় অকেজো হয়ে পড়ে আছে। এর থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই। তাহলে কি বাকিটা জীবন আমার শরীরটাকে উপোসী হয়েই কাটাতে হবে? বাইরের কারো সাথে সম্পর্কে জড়াবার মতো সাহসীও আমি নই। আর তেমন জানাশোনাও নেই কারো সাথে। সারা জীবন ঘরের চার দেয়ালের ভেতর কাটিয়ে দেয়া পড়াশোনা কম জানা, ভীতু একটা মহিলা আমি। কি করবো, কিছুই ভেবে উঠতে পারছিলাম না। তখন স্বামীর অসুস্থ্যতা নিয়ে কথাচ্ছলে পাশের বাড়ির এক ভাবির কাছে প্রকাশ করলাম বিষয়টা।
মায়ের অসহায়তা চমৎকার ফুটিয়েছেন দাদা