29-05-2024, 03:58 AM
শেষবার এই সাইটে এসেছিলাম মাস দুই আগে শুধু দেখতে যে আপনি কোনো নতুন গল্প শুরু করেছেন কিনা।। তখন অবশ্য হতাশ হতেই হয়েছিল।। আপনিও আগের গল্প শেষ করার পর বলেছিলেন যে সপ্তাহ দুয়েক পর থেকে নতুন গল্পের শুরু হবে।। কিন্তু আপনি সেই যে গেলেন এই এতদিন পর আপনার আগমন।। অবশ্য মাঝে আপনাকে private message করে জানতে চেয়েছিলাম আপনি কবে নতুন গল্প শুরু করবেন।। যাইহোক আশা করছি আপনি ভালো আছেন সুস্থ আছেন।। আর ফিরে এসে আবার একটা নতুন গল্প দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।। এই গল্পটাও আপনার বাকি তুখোড় সব গল্পের মতো চলতে থাকুক।।