28-05-2024, 07:08 AM
সুচিত্রার চিত্রপট
এক বিপত্নীক পৌঢ়, এক প্রোষিতভর্তৃকা রমণী
আর এক ডেঁপো মেয়ের গল্প।
কুশীলব
আদিত্য দেবনাথ, বাড়ির কর্তা ৬৩ বিপত্নীক। পাঁচ বছর আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকে স্ত্রী বিয়োগ হয়। কলকাতা পুলিশে চাকরি করতেন। তিন বছর হলো অবসরপ্রাপ্ত।
অঞ্জন দেবনাথ, আদিত্য বাবুর ছেলে ৪৩, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কাজ করেন। জেলাতে পোস্টিং, সেইজন্য বাড়ির বাইরে বাইরেই থাকেন। ইদানিং বাড়ি আসাটাও কমে গেছে।
সুচিত্রা দেবনাথ (চিত্রা), অঞ্জনের বউ ৪২, মোটাসোটা, ফরসা, গৃহবধূ। এক মেয়ের মা।
সুচিস্মিতা দেবনাথ, (সুচি) অঞ্জন আর সুচিত্রার মেয়ে ২২, গ্রাজুয়েশন কমপ্লিট করেই ব্যাঙ্কের চাকরিতে ঢুকে পড়েছে।
অন্যান্য চরিত্ররা আসবে গল্পের প্রয়োজনে। তাদের পরিচয় ক্রমশ প্রকাশ্য।