24-05-2024, 12:33 PM
(15-05-2024, 01:35 AM)Henry Wrote: সমাপ্ত
(গল্পে বর্ণিত বিষয় বস্তু কোনো অন্ধবিশ্বাসের পক্ষে নয়। সাপে দুধ খায় না। সাপের বিষে নেশা হয় না। শাপ-অভিশাপ বলে কিছু হয় না। সাপে পোষ মানে না। এবং সাপের কোনো ইমোশন নেই। সবটাই কাল্পনিক। হ্যা অবশ্যই, সাপে কামড়ালে রুগীকে দ্রুত হাসপাতাল পাঠাবেন। কোনো বেদে বা গুনীন নয়।)
অনবদ্য স্বপ্ন সৃষ্টি করেছেন হে লেখক। যা হয়ত বাস্তব নয়। বরং পরাবাস্তব। সাপের লেজ দিয়ে নারী যোনি মন্থন, সাপের অন্ততঃ কোন উৎসাহ হবার কথা নয়। কারণ লেজ সাপের যৌনাঙ্গ নয়। অথচ এই শারীরিক সত্য অকারণ, অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আপনার বিবরণের সৌন্দর্যে। এখানেই এই লেখার সার্থকতা