24-05-2024, 12:40 AM
(This post was last modified: 24-05-2024, 12:44 AM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(20-05-2024, 09:15 PM)Avishek Wrote: বড়ো গল্প না হয় আর নাই লিখলেন। কিন্তু বাবান দা এমন এক দুই পর্বের গপ্পো কি লেখা যায়না? জানি বলা সোজা কিন্তু কাজটা কঠিন। কিন্তু আপনার লেখা মিস করি। প্লিস এমন টাবলুর মতন গল্প আরো লিখুন। রগরগে গা গরম সেই আগের মতো।
আমি জানি আপনারা অনেকেই আজও মন থেকে আমার লেখা ফিরে পেতে চান কিন্তু সত্যিই আর হয়ে উঠছেনা। তাছাড়া আমি মনে করি সবার নিজস্ব একটা সময় থাকে নিজেকে প্রমান করার। আমি সেই সময় পার করে অনেক দূর এগিয়ে গেছি। এখন নতুনদের পালা। আর আগের মতো আসা না হলেও লক্ষ করেছি বেশ কিছু নবীন লেখক এসেছেন এখানে। কম সময়ের মধ্যে বেশ নজর কাড়ছে তারা। এখন লেখার জগতে এই নবীনদের সময়। তারা আরো এগিয়ে যাক এটাই কাম্য। যদি সত্যি মনে হয় লেখার মতো সময় ও ইচ্ছা ফিরে পেয়েছি তখন না হয় বাবান আবারো আসবে। ততদিনে আবার পুরানো গুলোয় চোখ বুলিয়ে ফেলুন।