23-05-2024, 04:47 PM
(23-05-2024, 03:40 AM)বহুরূপী Wrote: পর্ব ১১
দিন পাঁচএক পরের কথা।সেই দিন হেমলতা ভেতরের উঠনে বারান্দায় তার মায়ের পাতে ভাত বাড়িয়া দিয়া অদূরে বসিয়া মন্দিরাকে ভাত খায়িয়ে দিছিল। মিনতী দেবী সেদিকে একবার দেখে নিয়ে বললেন,
.....বিশেষ কিছু দেবার ইচ্ছা থাকলেও দেওয়া গেল না।কাজের চাপে মাথা উল্টাপাল্টা হয়ে আছে এখন।যাই হোক আজ একটা ভিন্ন প্রশ্ন করি। কোন ভাষায় গল্প বেশি ভালো লাগে চলিত নাকি সাধু?
বেশ লিখছ বহুরূপীভাই। তোমার চলিত ভাষাটা ভাল লাগছে। সাধু ভাষাটায় দখল বোধহয় অতটা নাই। আমি ভুল হতে পারি। তুমি জিজ্ঞেস করলে তাই বললাম।