22-05-2024, 11:00 PM
(22-05-2024, 12:22 PM)বহুরূপী Wrote:”Interesting" do you know who I am !!?
প্রশ্নটাই খুব ইন্টারেস্টিং
তবে বাংলা সাইটে মডারেটর নিয়োগের আগে ঠিক করা দরকার রুলস অফ এনগেজমেন্ট কি হবে। একজন মডারেটর কি কি রুলস এর প্রয়োগ করবেন। এই দিকটা পরিষ্কার না হলে যে মডারেটর হবেন তার উপর একটা অহেতুক চাপ পড়বে আর যারা পাঠক থাকবেন তাদের কাছেও অনেক সময় মনে হবে তারা অন্যায়ের শিকার যদি সিদ্ধান্ত তাদের বিরুদ্ধে যায়। একটা উদাহারণ দেই- দুই আড়াই বছর আগে হঠাত করে সাইটে অনেকে বেশ চেচামেচি করলেন এই বলে যে অজাচার গল্প গুলো কে মেইন সেকশনে রাখা যাবে না, এই জন্য অজাচার আর এক্সট্রিম গল্পের একটা সেকশন করা হল এবং সেই সেকশনে লগিন না করলে এক্সেস পাওয়া যাবে না সেটাও ঠিক হল। যেটা এই সাইটের অন্য ভাষার কোন সেকশনে পাবেন না। এরপর দেখা গেল ছয় মাস যেতে না যেতেই অজাচার গল্প গুলো ঠিক আবার মেইন সেকশনে। পরে পাঠক হিসেবে খেয়াল করে দেখলাম অজাচার গল্পের দুই একজন লেখকের জনপ্রিয়তায় ক্ষুদ্ধ হয়ে একদল লোক জোট পাকিয়ে এটা করেছিল, কারণ অন্য অজাচার গল্প গুলো যখন আবার মেইন সেকশনে আসল তখন তারা চুপ।
আমার মতে আইন এমন হওয়া উচিত যাতে সবার উপর সমান ভাবে প্রয়োগ হয়। আর একজন বা দুইজন কে আটকানোর জন্য আইন হলে সেই আইনের কারণে সাইটের ক্ষতি হবে। গত তিন বছরে অনেক গুলো ভাল লেখক হারিয়েছে এই সাইট। তার কারণ আইনের অপপ্রয়োগ। আর মডারেটর যিনি হবেন তিনি যদি কার উপর পক্ষপাতিত্ব করেন তাহলেও সাইটের বিশ্বাসযোগ্যতা হারাবে।
এখানে লেখকদের আরেকটা বড় ব্যাপার হল তারা অনেক সময় অন্য লেখক ভাল করলে তার উপর নাখোশ হন। এটা যে তাদের নিজেদের লেখার জন্য ক্ষতিকর সেটাই কেউ বুঝেন না। এখানে এমন কোন লেখক এখন নেই বা আগেও ছিল না যে প্রতিদিন দারুণ দারুণ সব আপডেট দিতে পারবে। ফলে পাঠকদের যদি নিয়মিত করতে চান তাহলে আপনার ভাল ভাল একদল লেখক লাগবে। যাদের মাঝে কেউ না কেউ আপডেট দিবে নিয়মিত, আর এটাই সাইটে পাঠকের ফ্লো ধরে রাখবে প্রতিদিন।
এই সাইটের একটা বড় সমস্যা আপাতত যে বাংলাদেশের ভিতর অনেকেই এই সাইট সহজে এক্সেস করতে পারেন না, নানা জটিলটার কারণে। আবার সাইটে ঢুকলে অহেতুক প্রচুর এড এসে হাজির হয়। এইসব টেকনিক্যাল ঝামেলা সমাধান করা গেলে সাইটে পাঠক সংখ্যা এমনিতেই বাড়বে।