22-05-2024, 12:22 PM
(This post was last modified: 22-05-2024, 12:57 PM by Story love. Edited 1 time in total. Edited 1 time in total.)
(22-05-2024, 05:52 AM)Neelima_Sen Wrote: ফেসবুকে গিয়ে লাইক না দিলেই নয়? বলছি কি এখানে আমরা লেখক পাঠক সবাই ছদ্মনামে আসি, এই ছদ্মনামের আড়ালে সবারই সামাজিক পরিচিতি আছে। এসব ছদ্মনামে ফেসবুক প্রোফাইল কারোরই খোলা নেই, কেবল গসিপিতে ব্যবহারের জন্য এসব নামের ছদ্মবেশে থাকা।বোঝাতে পারছি
তাই নিজের আসল ফেসবুক প্রোফাইল দিয়ে তেমন কেও মনে হয় না তোমার ওয়ালে গিয়ে লাইক কমেন্ট করবে। আর করলেও সেটার সংখ্যা এখানকার পাঠকদের সরাসরি কমেন্টের মত এতটা সুন্দর হবে না।
গসিপিতে যখন লিখছো, এখানকার পাঠকদের জন্যই লিখে যাও, ফেসবুক টেনে আনার দরকার নেই কোন। এমনিতেই তোমার লেখা কিন্তু দুর্দান্ত হচ্ছে, একেবারে পাকা লেখনী। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।