21-05-2024, 11:10 AM
(04-10-2023, 01:50 AM)Grey.pro Wrote: প্রিয় লেখক আমাদের ভুলে যায়েন না।
(07-10-2023, 07:51 PM)fuck lover Wrote: প্রিয় লেখক আমাদের ভুলে যায়েন না।
(08-10-2023, 01:55 PM)zd329 Wrote: Dear writer, It is a very well-written story-seems the character are our known individuals whom we encounter in our university day life. Please don't do injustice to your potential as a good writer and to emotions of your fan. I am a fan of your writing from this story. Do not give us the pain of dissatisfaction due to your incomplete story. Hope our voice reach your ears. Take pen and pour your thoughts and live the characters again.
প্রিয় পাঠকবৃন্দ, আপনাদের ভুলে যাই নি। এই লেখাটা ব্যক্তিগত নানা ঝামেলার কারণে আর কন্টিনিউ করতে পারি নি। পরে এক সময় এই একাউন্টের পাসওয়ার্ড হারিয়ে ফেলে লগিন করতে পারছিলাম না একটা সময়। তাই সেই সময় নতুন একটা লেখা শুরু করি- অঘটন ঘটন পটীয়সী। সেই লেখা শেষ করার আগে নতুন করে অন্য কোন লেখায় হাত দিচ্ছি না।
এই লেখাটা আমার খুব প্রিয়। লেখা যখন শুরু করেছিলাম ২০১৭ এর দিকে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এরপর পুরাতন এক্সবি বন্ধ হয়ে গেলে আমার কাছে ব্যাকাপ না থাকায় লেখাটা হারিয়ে যায়। এরপর দীপ্ত নামে এক পাঠকের কাছ থেকে ব্যাকাপ পেয়ে এই সাইটে ২০১৯ এর দিকে আবার শুরু করি নতুন করে। ২০২০ এর করোনার সময় ব্যক্তিগত কিছু ঝামেলা শুরু হয় যার কারণে এই লেখাটা বন্ধ হয়ে যায়। এখন বিশ্ববিদ্যালয় ছেড়েছি কয়েক বছর হয়ে গেল। এই লেখাটার মাঝে এত গ্যাপ পড়ে গেছে যে নতুন করে শুরু করতে বেশ সময় নিতে হবে। পুরো গল্প নিজের আবার কয়েকবার পড়া লাগবে সব ঘটনাগুলো মাথায় গেথে নিতে। তাই সহসা এই গল্প শুরু করতে পারব বলে মনে হয় না।