20-05-2024, 01:27 AM
সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি এভাবে গল্প শুরু করে থেমে যাওয়ার জন্য। নিজের পড়াশোনার আর লেখালেখিতে খুব একটা পরিপক্কতা না থাকায়, খুব একটা সময় দিতে পারি নাহ। তাও চেষ্টা করবো যেটা শুরু করেছি সেটা নিজের মতো করে বলে যাওয়ার। কারো ভালো লাগলে সেটা একান্তই আমার উপরি পাওনা হয়েই থাকবে।
পুনশচঃ সামনের দিনগুলোতে কি কি হয়েছিল আমার সাথে সেটা নিয়ে আবার লিখতে বসেছি। আশা করি কোনো দূর্ঘটনা না ঘটলে কাল বা পরশুর মধ্যেই পরবর্তী আপডেট নিয়ে আসতে পারবো। যদি কোনো কারনে মিস করে ফেলি মাফ করে দিবেন।