17-05-2024, 04:43 PM
আপনার লেখা এই প্রথম বার পড়লাম। অনেক সাধারণ বিষয় ও পাঠকদের কাছে, অসাধারণ করে পরিবেশন করার ক্ষমতা, আপনার লেখনী তে রয়েছে। তবে হ্যাঁ, যারা গল্পের শুরু থেকেই ঘপা ঘপ চায়, তাদের কাছে খুব একটা ভালো না লাগারই কথা। বিভূতিভূষন বন্দোপাধ্যায় এর লেখা আমার মনে খুব গভীর ভাবে দাগ কাটে। তার কারণ প্রাকিতিক দৃশ্য কে ওনি অনন্য রূপে ফুটিয়ে তুলতেন। আপনার লেখা তে ও সেই পুরনো দিনের গাঁয়ের বর্ননা,গ্ৰামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী, সন্ধ্যা বেলায় তূলসি তলায় প্রদীপ দেখানো, ওনার লেখনী মনে করিয়ে দেয়। শাস্ত্রে আছে যে,নারীর চরিত্র, দেবতারাও বুঝতে পারেন না। কিন্তু নয়নতারা চরিত্র টা আমার কাছে বেশ রহস্যময়ী মনে হয়েছে। তার অন্তরে সর্বদা কি চলছে, তার আশেপাশের মানুষদের কিছুই বুঝতে দিতে চায় না। আর হেম কি গল্পের শেষ পর্যন্ত সঞ্জয়ের সামনে ওমনি ভীরু হরিণীর মতো জড়োসড়ো হয়েই থাকবে, না কি অন্য কোন চমক অপেক্ষা করছে? !!!!
PROUD TO BE KAAFIR